For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরসুম শেষে কি বার্সেলোনায় ফিরছেন মেসি, বড় আপডেট দিলেন জাভি

মরসুম শেষে কি বার্সেলোনায় ফিরছেন মেসি, বড় আপডেট দিলেন জাভি

Google Oneindia Bengali News

এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামার জন্য সান্তিয়াগো বার্নাবিউতে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। স্থানীয় সময়ে রবিবার সন্ধ্যায় ক্লাব ফুটবলের অন্যতম সেরা ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আরও এক বার সাতটি ব্যালন ডি'ওর জয়ী লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামবে বার্সেলোনা। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সম্পর্কে ইতি টেনে গত মরসুমে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি।

মেসির প্রত্যবর্তন সম্পর্কে জাভি:

মেসির প্রত্যবর্তন সম্পর্কে জাভি:

মেসির অভাব প্রতিনিয়ত টের পাচ্ছে বার্সেলোনা। বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা নক্ষত্রকে নিজেদের জার্সিতে দেখতে মরিয়া বার্সার সমর্থকেরা। রিয়ালের বিরুদ্ধে মাঠে নামার আগে বার্সায় মেসির প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করলেন জাভি। ন্যু ক্যাম্পে দীর্ঘ দিনের সতীর্থের ফিরে আসার বিষয়ে স্প্যানিশ ফুটবলের অন্যতম নক্ষত্র বলেন, "আমি মনে করি ফুটবলের ইতিহাসে সেরা মেসি এবং ক্লাবের ইতিহাসেও সেরা ফুটবলার ও। আমি যত দিন কোচ আছি তত দিন ওর জন্য ফেরার জন্য দরজা খোলা থাকবে। ও চাইলে যে কোনও সময়ে এখানে আসতে পারে।"

চাইলে রোজই বার্সেলোনার অনুশীলন দেখতে আসতে পারে মেসি:

চাইলে রোজই বার্সেলোনার অনুশীলন দেখতে আসতে পারে মেসি:

জাভি জানিয়েছেন, ক্লাব মেসির কাছে ঋণী। কাতালান ক্লাবটির ইতিহাসে সেরা সেবক মেসি। মেসি যদি চায়, ক্লাবে এসে প্রতিদিন অনুশীলন দেখতে পারে। তিনি বলেছেন, "ক্লাব হিসেবে আমাদের কাছ থেকে বড় ট্রিবিউট প্রাপ্য ওর। ক্লাবের ইতিহাসে সেরা সেবক মেসি। এই মুহূর্তে পিএসজি-র সঙ্গে চুক্তি রয়েছে এবং এক্ষেত্রে আমার বেশি কিছু করার নেই।" তবে, এই মরসুম শেষে মেসিকে দলে পাওয়ার জন্য বার্সা যে তোড়জোর চালাবে তা এ দিন স্পষ্ট হয়ে গিয়েছে।

পিএসজি’র জার্সিতে অফ কালর মেসি:

পিএসজি’র জার্সিতে অফ কালর মেসি:

পিএসজি'তে সময়টা খুব ভাল যাচ্ছে না মেসির। চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে না থাকতে পারায় পিএসজি'র সমর্থকদের চক্ষুশূল হয়েছে কিংবদন্তি আর্জেন্টাইন নক্ষত্র। মেসি থেকেও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে পিএসজিকে। করমি বেঞ্জিমার হ্যাটট্রিকের উপর ভর করে ৩-২ অ্যাগগ্রিগেটে পিএসজিকে পরাজিত করে রিয়াল। পিএসজির হয়ে সব প্রতিযোগীতা মিলিয়ে ২৬ ম্যাচে সাতটি গোল করেছেন মেসি। এর মধ্যে তিনটি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে এবং দু'টি লিগা ওয়ানে।

লিগা ওয়ানে পিএসজি:

লিগা ওয়ানে পিএসজি:

মেসির খারাপ ফর্ম স্বত্ত্বেও লিগা ওয়ানে শীর্ষে রয়েছে প্যারিস সাঁ জাঁ। ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেলির থেকে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে পিএসজি।

El Clasico: ঐতিহ্যের লড়াইয়ে দলের সেরা অস্ত্রকে বাইরে রেখেই মাঠে নামকে হবে মাদ্রিদকে, বিকল্প হিসেবে তৈরি বেলEl Clasico: ঐতিহ্যের লড়াইয়ে দলের সেরা অস্ত্রকে বাইরে রেখেই মাঠে নামকে হবে মাদ্রিদকে, বিকল্প হিসেবে তৈরি বেল

English summary
Xavi gives a huge indication on Lionel Messi’s return to Barcelona. Messi signed for PSG last summer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X