চ্যাম্পিয়ন্স লিগে ফের মেসি বনাম রোনাল্ডো, রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বার বার্সেলোনার মুখোমুখি হতে চলছে জুভেন্তাস। এর অর্থ আরও একবার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রুদ্ধশ্বাস দ্বৈরথ প্রত্যক্ষ করার মুখে ফুটবল দুনিয়া। দুই তারকার লড়াই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে শেষ হাসি কে হাসে, তা নিয়েই আগ্রহ ফুটবল বিশ্বের।

মেসি বনাম রোনাল্ডো
ক্লাব এফসি বার্সেলোনার হয় এখনও পর্যন্ত ৬৪১টি গোল করেছেন লিওনেল মেসি। কেবল চ্যাম্পিয়ন্স লিগে ১১৮টি গোল এসেছে এলএম টেনের বুট থেকে। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ৭১টি গোল করেছেন লিও। সম্প্রতি ক্লাব এবং দেশ মিলিয়ে ৭৫০ গোল হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সে নিরিখে মেসির থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন সিআর সেভেন।

বার্সেলোনা বনাম জুভন্তাস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-তে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে লিওনেল মেসির বার্সেলোনা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস। দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিল স্প্যানিশ দল। ২-০ গোলে হার হজম করতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলকে। গোল করেছিলেন মেসি ও ডেম্বলে।

আবারও মুখোমুখি দুই দল
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ও ইতালীয় জায়ান্ট। ম্যাচ জিতে লিওনেল মেসিকে গত হারের যন্ত্রণা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ জুভেন্তাস। যদিও কাজটা ততটা সহজ হবে না। কারণ ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে খেলতে নামবে বার্সেলোনা।

গ্রুপ তালিকা
এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-র সবকটি ম্যাচ জিতেছে বার্সেলোনা। ৫ ম্যাচ খেলে ১৫ পয়েন্টে অবস্থান করছে লিওনেল মেসির দল। সম পরিমাণ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জুভন্তাস। বুধবারের ম্যাচ জিতলেও গোল পার্থক্যের নিরিখে বার্সাই গ্রুপ সেরা দল হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছবে।
ইউরোপ লিগে ভারতের নাম উজ্জ্বল করে ইতিহাস রচনা বালা দেবীর