For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের ছায়া প্রিমিয়ার লিগে, মাথায় চোট পেয়েও সুস্থ প্যাট্রিসিও, হাঁফ ছেড়ে বাঁচলেন ক্লপ থেকে এসপিরিটো

মাথায় চোট পেয়েও সুস্থ প্যাট্রিসিও, হাঁফ ছেড়ে বাঁচলেন ক্লপ থেকে এসপিরিটো, জিতল লিভারপুল

  • |
Google Oneindia Bengali News

সদ্য শেষ হওয়া আইএসএল ফাইনাল চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়ে কনকাশানে চলে গিয়েছিলেন মুম্বই সিটি এফসি-র রাইট ব্যাক আমেয় রানাওয়াড়ে। আপাতত তিনি সুস্থ। তার রেশ কাটতে না কাটতেই এবার প্রিমিয়ার লিগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেলেন ফুটবলার। লিভাপুলের বিরুদ্ধে ম্যাচে কনকাশানে চলে যান উলভসের গোলরক্ষক। শেষমেশ তিনি সুস্থ জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ফুটবল বিশ্ব।

আইএসএলের ছায়া প্রিমিয়ার লিগে, মাথায় চোট পেয়েও সুস্থ প্যাট্রিসিও, হাঁফ ছেড়ে বাঁচলেন ক্লপ থেকে এসপিরিটো

প্রিমিয়ার লিগের ওই গুরুত্বপূর্ণ ম্যাচে অতিকাঙ্খিত জয় হাসিল করে লিভারপুল। ১-০ গোলে ম্যাচ জেতে য়ুর্গ্যান ক্লপের দল। ওই ম্যাচেই ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নাড়িয়ে দেয় দুই শিবিরকেই। ম্যাচের এক চরম মুহুর্তে বলের দখল নিতে গিয়ে সতীর্থ কোনোর কোডির সঙ্গেই ধাক্কা খান উলভসের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে তিনি মাঠেই পড়ে যান।

সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন রেফারি। মাঠেই উলভস গোলরক্ষকের চিকিৎসা শুরু হয়। প্রায় সাত মিনিট পরে কনকাশান অবস্থায় তাঁকে স্ট্রেচারে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে প্যাট্রিসিও-কে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় স্ক্যান করা হয়েছে। তাতে ভয়ের কিছু নজরে পড়েনি। ফলে আপাতত রুই সুস্থ আছেন বলে জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ফুটবল বিশ্ব।

প্রিমিয়ার লিগের এই ম্যাচে উলভসের বিরুদ্ধে মূল্যবান গোলটি করেন লিভারপুলের দিয়েগো জোটা। এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যাদের সামনে প্রিমিয়ার লিগ খেতাব ধরে রাখার স্বপ্ন ইতিমধ্যেই চুরমার হয়েছে।

English summary
World football relieved as Rui Patricio deemed ‘OK’ after head injury in Premier League match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X