For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু, কলকাতায় পৌঁছে গেল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ

কলকাতায় নির্ধারিত সময়েই পৌঁছে গেল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ট্রফি

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কথা ছিল শুক্রবার শহরে আসবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ট্রফি। কিন্তু তার দু'দিন আগেই ফুটবলের মক্কায় চলে এল ট্রফি। আর বুধবার থেকেই ট্রফিটি ফুটবলপ্রেমীদের দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল। এর আগে দিল্লি, গুয়াহাটি ঘুরে এসেছে ট্রফিটি। তবে স্বাভাবিকভাবেই কলকাতায় বিশ্বকাপের দেখা পাওয়ার উন্মদনা ছিল তুঙ্গে।

কলকাতায় পৌঁছে গেল যুব বিশ্বকাপের ট্রফি

শুক্রবার পর্যন্ত সিটি সেন্টার ওয়ানেই রাখা থাকবে ট্রফি। সেদিনই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ট্রফির উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তারপর আরও দু'দিন অর্থাৎ রবিবার পর্যন্ত শহরে থাকবে এই ট্রফি। শুধু তাই নয় ট্রফি থাকাকালীন হয়ত মোহনবাগান- ইস্টবেঙ্গল দু' দলের ফুটবলারদের নিয়ে আয়োজন করা হতে পারে প্রদর্শনী ম্যাচ। খালিদ জামিল বনাম শঙ্করলাল চক্রবর্তী ডার্বির আগেই একটা মহড়া দিয়ে নিতে পারেন।

এই ট্রফি ট্যুরকে একটি উৎসবের চেহারা দিতে চাইছে ফিফা। ফুটবলপ্রেমীরা যেমন ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। তেমনই বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্রফি দেখতে নিয়ে আসার ব্যবস্থা করা হবে।সুব্রত ভট্টাচার্য , শ্যাম থাপাদের ট্রফি ট্যুরে থাকতে আমন্ত্রণ করা হয়েছে।

English summary
World cup trophy reaches kolkata before prior schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X