For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের সামনে ভারত, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের সামনে ভারত, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

আজ রাতেই ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। কাতারের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছেন সুনীল ছেত্রী, মনভীর সিংরা। তার আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান, শক্তি এবং দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক।

লর্ডসে জুনেই সৌরভের ২৫ বছরের রেকর্ড চূর্ণ, নয়া ইতিহাস রচনা কিউয়ি ওপেনারেরলর্ডসে জুনেই সৌরভের ২৫ বছরের রেকর্ড চূর্ণ, নয়া ইতিহাস রচনা কিউয়ি ওপেনারের

ভারত ও কাতারের মুখোমুখি যুদ্ধ

ভারত ও কাতারের মুখোমুখি যুদ্ধ

মুখোমুখি সাক্ষাতে ভারতের থেকে পাল্লা ভারী রয়েছে কাতারেরই। ২০২২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কাতারে হওয়া ওই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিল ভারতীয় ফুটবল দল। আজকের ম্যাচে সেদিনের পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া সুনীল ছেত্রীরা।

ফিফা ক্রমতালিকায় স্থান

ফিফা ক্রমতালিকায় স্থান

ফিফার সাম্প্রতিক বিশ্ব ক্রমতালিকায় ১০০-এর ওপরেই রয়েছে ভারতীয় ফুটবল দল। বর্তমানে সুনীল ছেত্রীদের অবস্থান ১০৫। ফিফা বিশ্ব ক্রমতালিকার ৫৮ নম্বর স্থানে অবস্থান করছে কাতার। এশিয় বিভাগের ক্রমতালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ। ১৯ নম্বর স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল।

দুই দলের প্রধান খেলোয়াড়

দুই দলের প্রধান খেলোয়াড়

প্রথম একাদশে থাকলে সুনীল ছেত্রীই যে আজ ভারতের প্রধান গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন, তাতে কোনও সন্দেহ নেই। গত আইএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা মনভীর সিংয়ের ওপরও বিশেষ নজর থাকবে। অন্যদিকে কাতারের জার্সিতে আজ গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন স্ট্রাইকার আলমোয়েজ আলি ও আক্রম আফিফ।

দুই দলের শক্তি ও দুর্বলতা

দুই দলের শক্তি ও দুর্বলতা

প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান সম্বৃদ্ধ ডিফেন্সই ভারতীয় ফুটবল দলের প্রধান শক্তি। তাতে বাড়তি সংযোজন সুনীল ছেত্রী, মনভীর সিংদের গতি। তবে আজকের ম্যাচে ইগর স্টিমাকের দলকে ভোগাতে পারে অনভিজ্ঞ মাঝমাঠ। অন্যদিকে আঁটোসাঁটো ডিফেন্সের পাশাপাশি কাতারের প্রধান অস্ত্র তাদের আক্রমণভাগ। আলমোয়েজ আলি, মহম্মদ মুনতারিদের চোরাগোপ্তা গতি যে কোনও ডিফেন্সকে ফালাফালা করে দিতে সিদ্ধহস্ত। সেই স্ট্রাইকাররাই ডি বক্সে ঢুকে মাঝেমাঝে খেই হারিয়ে ফেললে সমস্যায় পড়ে যায় কাতার।

কার কোথায় অবস্থান

কার কোথায় অবস্থান

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এশিয় বিভাগের ই গ্রুপের শীর্ষে অবস্থান করছে কাতার। ৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৬। পাঁচ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত।

কোথায় এবং কখন দেখা যাবে ম্যাচ

কোথায় এবং কখন দেখা যাবে ম্যাচ

ভারত বনাম কাতারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ আজ স্থানীয় সময় আটটায় শুরু হওয়ার কথা। ভারতে সাড়ে ১০টা থেকে দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি এবং ডিজনি+হটস্টার ভিআইপি-তে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।

English summary
World Cup 2022 qualifier : Head to Head statistics, key players of India and Qatar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X