For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছান্দিক মেসির জোড়া গোল, লা লিগায় বড় জয় পাওয়া বার্সেলোনা ফের খেতাব জয়ের দৌড়ে

ছান্দিক মেসির দুই, লা লিগায় বড় জয় পাওয়া বার্সেলোনা ফের খেতাব জয়ের দৌড়ে

  • |
Google Oneindia Bengali News

ছন্দে থাকলে তিনি যে কী করতে পারেন, তা আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। তিনি স্বমহিমায় থাকলে দলের পারফরম্যান্স কেমন হতে পারে, তা দেখাল বার্সেলোনা। লা লিগায় বড় জয় হাসিল করে চিরশত্রু রিয়াল মাদ্রিদকে ফের টপকে গেল রোনাল্ড কোম্যানের দল। লিগ খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল লিও মেসি অ্যান্ড কোং।

ছান্দিক মেসির জোড়া গোল, লা লিগায় বড় জয় পাওয়া বার্সেলোনা ফের খেতাব জয়ের দৌড়ে

লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদের মধ্যে খেতাব জয়ের লড়াই ক্রমশ হাড্ডাহাড্ডি হয়ে উঠছে। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে আটলোটিকো। বার্সা এবং রিয়ালের মধ্যে চলছে ওঠা-নামার তীব্র লড়াই। সেলটা ভিগোকে হারিয়ে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছিল সার্জিও রামোসের দল। রিয়াল সোসেদাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় ফের রিয়ালকে টপকে গিয়েছে বার্সেলোনা।

লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণে উঠতে শুরু করে বার্সেলোনা। লিওনেল মেসির নেতৃত্বে একের পর এক সুপরিকল্পিত আক্রমণ শানাতে থাকে রোনাল্ড কোম্যানের দল। ৩৭ মিনিটে বার্সার প্রথম গোলটি বার্সার ফরাসি স্ট্রাইকার আন্টোনিও গ্রিজম্যানের বুট থেকে আসে। ৪৩ এবং ৫৩ মিনিটে স্প্যানিশ জায়ান্টের হয়ে পরের দুটি গোল করেন সার্জিনো ডেস্ট। ৫৬ এবং ৮৯ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। ৭১ মিনিটে বার্সার হয়ে আরও একটি গোল গোল করেন ডেম্বলে। অন্যদিকে পরাজিত দলে হয়ে একমাত্র গোলটি করেন বারেনেটেক্সা। ৬-১ গোলের ব্যবধানে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়।

এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। খেতাব জিততে হলে অবশিষ্ট ১০টি ম্যাচের অধিকাংশই জিততে হবে লিওনেল মেসি শিবিরকে। সে আশায় বসে রয়েছেন বার্সা সমর্থকরা।

English summary
With the help of Lionel Messi's heroic Barcelona's big win in La Liga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X