For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপানো, আই লিগে গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার আসছে ভবানীপুরে

ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপানো, আই লিগে গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার আসছে ভবানীপুরে

Google Oneindia Bengali News

ছিপছিপে চেহারা, লম্বায় ৬ ফুটেরও, মুখে লেগে লাজুক হাসি- ইস্টবেঙ্গল ফুটবল প্রেমীদের এই টুকু বর্ণনা দিলেই, তাঁরা জানিয়ে দেবেন কোন ফুটবলারের কথা বলা হচ্ছে। তিনি শুধু কলকাতার ফুটবলকেই নিজের কারিশ্মায় মাতাননি, তাঁর পায়ের জাদুতে বিভোর হয়েছে গোয়াও। চার্চিল ব্রাদার্সের জার্সিতে আই লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছেন গোল্ডেন বুট। এতক্ষনে বুঝেই গিয়েছে কথা হচ্ছে উইলিস প্লাজাকে নিয়ে।

ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপানো, আই লিগে গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার আসছে ভবানীপুরে

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই ফুটবলারকে ভারতীয় ফুটবল মানচিত্রে প্রথম পরিচয় করিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের জার্সিতে ২০১৭-১৮ মরসুমে ২৪ ম্যাচে ১১ গোল করা এই স্ট্রাইকার নিজেকে ঊঁচু করে মিলে ধরেছেন চার্চিল ব্রাদার্সের হয়ে। রেড মেশিনদের হয়ে ২০১৮-২০২০ পর্যন্ত খেলেছেন প্লাজা। ৩৫ ম্যাচে করেছে ২৯ গোল। ২০১৮-১৯ আই লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেন তিনি। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলের ফুটবলার উইলিস প্লাজা। তিনি এখনও পর্যন্ত নিজের দেশের হয়ে ২৩ ম্যাচে ৭ গোল করেছেন।

ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপানো, আই লিগে গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার আসছে ভবানীপুরে

গত আই লিগে আইজল এফসি'র হয়ে মাঠ কাঁপানো উইলিস প্লাজে আসন্ন মরসুমে ফের দেখা যেতে চলেছে কলকাতা ময়দানে। কলকাতা লিগের জন্য প্লাজা'কে সই করানোর পথে ভবানীপুর ক্লাব। বরাবরই কলকাতা লিগ এবং দ্বিতীয় ডিভিশন আই লিগের জন্য শক্তিশালী দল গড়ে ভবানীপুর। এ বারও তার ব্যতিক্রম নয়। ইস্টবেঙ্গল-মোহনবাগান এখনও ঠিক মতো দল গুছিয়ে উঠতে না পারলেও কিংশুক দেবনাথ, কৌশিক সরকার, সঞ্জু প্রধান-এর মতো তারকাদের নিয়ে ব্যাপক শক্তিশালী দল গঠন করছে ভবানীপুর। মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডোর ক্রিজো ইচেডোনা এবং রিয়াল কাশ্মীরের জার্সিতে ভারতীয় ফুটবল মাতানো নোহেরো ক্রিজোকেও এ বার দেখা যাবে ভবানীপুরের জার্সিতে। প্লাজা-ক্রিজো জুটি ফিট হয়ে গেলে কলকাতা লিগে বহু দলের রাতের ঘুম উড়ে যাবে। ইস্টবেঙ্গল এবং চার্চিল ব্রাদার্স ছাড়াও দুই স্পেলে প্লাজা খেলেছেন মহমেডান স্পোর্টিং-এ।

অপর দিকে, লালরামমুনমাউয়িয়ার সঙ্গে চুক্তি বাড়াল মহমেডান স্পোর্টিং। এক বছরের চুক্তি তাঁর সঙ্গে বাড়িয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব।

ইস্ট-মোহনের প্রাক্তন মিডিও’র সই ডায়মণ্ড হারবর এফসি’তে, টুটু বসুর কটাক্ষের কড়া জবাব নীতু সরকারেরইস্ট-মোহনের প্রাক্তন মিডিও’র সই ডায়মণ্ড হারবর এফসি’তে, টুটু বসুর কটাক্ষের কড়া জবাব নীতু সরকারের

English summary
Willis Plaza is all set to join Bhawanipore FC from Aizawl FC. East Bengal brought plaza to india. Apart from red and gold brigade plaza has played for Churchill Brothers and won golden boot being the top scorer in I League 2018-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X