For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন শর্তে বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি আটকে ইস্টবেঙ্গলে

কোন শর্তে বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি আটকে ইস্টবেঙ্গলে

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরে শেষ পর্যন্ত কি আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। সেই উত্তর এখনও অজানা রয়েছে। শেষ মুহূর্তে নতুন বিনিয়োগকারী এনে জট খুলতে পারলে কর্তারা হিরো হয়ে যেতে পারেন। তখন মোহনবাগানের পাশাপাশি আসন্ন মরসুমেই আইএসএলের টিকিট পাকা করে চমক দিতে পারে ইস্টবেঙ্গল। কিন্তু এর মাঝে অনেক শর্ত রয়েছে।

ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চান শিল্পপতি প্রসূন

ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চান শিল্পপতি প্রসূন

ইন্দোনেশিয়ায় থাকা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় ইস্টবেঙ্গল ক্লাবে বিনিয়োগ করতে আগ্রহী। সেই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে একাধিক আলোচনাও হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিনিয়োগকারী প্রসূনের কোম্পানি ইউএসইএলের সঙ্গে ক্লাবের একাধিক শর্ত মিললেও এখনও একটি প্রধান শর্ত পূরণ না হওয়াতেই দুই পক্ষের মধ্যে চুক্তি আটকে রয়েছে।

কোন শর্তে ইনভেস্টারের সঙ্গে চুক্তি আটকে ইস্টবেঙ্গলে

কোন শর্তে ইনভেস্টারের সঙ্গে চুক্তি আটকে ইস্টবেঙ্গলে

এক বাংলা দৈনিককে সাক্ষাৎকারে প্রসূন মুখোপাধ্যায় এই নিয়ে প্রতিক্রিয়ায় দিয়েছেন। যেখানে ক্লাবের থেকে আইএসএল খেলার বিষয়ে নিশ্চয়তা চাই বলে উল্লেখ করেছেন। ক্লাব এবছর আইএসএল নিশ্চিত জানালে রাতারাতি তিনি টাকা ঢালতে রাজি রয়েছেন বলেও জানিয়েছেন।

কত কোটি বিনিয়োগ

কত কোটি বিনিয়োগ

ময়দানে জোর খবর প্রসূন মুখোপাধ্যায়ের কোম্পানি পাঁচ বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করতে চায়। যদিও প্রসূন বাবু জানিয়েছেন, এখনও চুক্তি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তই হয়নি। জানা গিয়েছে প্রসূনবাবুর সংস্থা বছরে অন্তত ৪০ কোটি টাকা বিনিযোগ করতে চায়। সেক্ষেত্রে আইএসএল খেলার বিষয়ে এফএসডিএল থেকে সবুজ-সংকেত পেলেই তবেই তারা এই বিপুল পরিমাণে লগ্নি করতে রাজি।

এফএসডিএলকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল

এফএসডিএলকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল

অন্যদিকে শনিবার অফএসডিএলের পক্ষ থেকে ১০ দলে আইএসএলের প্রাথমিক সিদ্ধান্ত ঘোষণার পর ইস্টবেঙ্গল আইএসএল স্বপ্ন দীর্ঘায়িত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আইএসএল খেলতে চেয়ে এফএসডিএলকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল।

সৌরভ-ভক্ত সাঙ্গাকারা দাদাকেই আইসিসি শীর্ষ পদে দেখতে চানসৌরভ-ভক্ত সাঙ্গাকারা দাদাকেই আইসিসি শীর্ষ পদে দেখতে চান

English summary
Why East Bengal contract with businessman prasun mukherjee still in process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X