For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Durand Cup: জেনে নিন কোথায় দেখবেন বিশ্ব ফুটবলের তৃতীয় প্রাচীন ডুরান্ড কাপ, ফের অনলাইনে আসছে ডার্বির টিকিট

Durand Cup: জেনে নিন কোথায় দেখবেন বিশ্ব ফুটবলের তৃতীয় প্রাচীন ডুরান্ড কাপ, ফের অনলাইনে আসছে ডার্বির টিকিট

Google Oneindia Bengali News

ডুরান্ড কাপের মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়তে চলেছে ২০২২-২৩ ভারতীয় ফুটবল মরসুমের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে ডুরান্ড কাপে ১৩১তম সংস্করণ।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে পাপনের গান:

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে পাপনের গান:

১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বলিউডের বিখ্যাত গায়ক পাপনের গান। পাপনের নিজস্ব ব্র্যান্ড রয়েছে এবং একাধিক বলিউডের ছবিতেও গান গেয়েছেন এই অসমীয় গায়ক। এ বারের ডুরান্ড কাপ আয়োজিত হচ্ছে কলকাতা ছাড়াও অসম এবং মনিপুরে। অসমের প্রতিনিধি হিসেবে পাপন যেমন মঞ্চ কাঁপাবেন তেমনই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ কাঁপানোর জন্য থাকছেন মনিপুরের রিউবেন মাসাঙ্গবা।

ডুরান্ড কাপ দেখা যাবে:

ডুরান্ড কাপ দেখা যাবে:

ডুরান্ড কাপের ১৩১তম সংস্করণ টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮, স্পোর্টস ১৮ এইচডি এবং স্পোর্টস ১৮ খেল-এ। টিভিতে দেখার সময় না থাকলে প্রয়োজন মতো ফোনেও দেখতে পাবেন ডুরান্ড কাপের খেলা। ডিজিটাল প্ল্যাটফর্ম ভুট-এ এই প্রতিযোগীতা দেখা যাবে।

ফের ছাড়া হচ্ছে ডার্বির টিকিট:

ফের ছাড়া হচ্ছে ডার্বির টিকিট:

অনলাইনে আবারও ছাড়া হচ্ছে ডার্বির টিকিট। বুক মাই শো-এর ওয়েবসাইট থেকে মরসুমের প্রথম ডার্বির টিকিট কাটতে পারবেন ফুটবলপ্রেমীরা। ১৬ অগস্ট এই টিকিট ছাড়া হবে। দ্বিতীয় লটের টিকিট ছাড়া হবে অনলাইনে। এছাড়া ডার্বির টিকিট পাওয়া যাবে অফলাইনেও। অফলাইনে ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানে তাঁবু থেকে পাওয়া যাবে এবং যুবভারতী ক্রীড়াঙ্গণের বক্স অফিসেও তা পাওয়া যাবে। ২৮ অগস্ট ডুরান্ড কাপে আয়োজিত হবে মরসুমের প্রথম ডার্বি।

মহমেডানের ম্যাচ দিয়ে হবে ডার্বির উদ্বোধন:

মহমেডানের ম্যাচ দিয়ে হবে ডার্বির উদ্বোধন:

ভারতীয় ফুটবলের অন্যতম প্রধান মহমেডানের ম্যাচ দিয়ে উদ্বোধন হতে চলেছে ডুরান্ড কাপের ১৩১তম সংস্করণের। ১৬ অগস্ট ডুরান্ডের প্রথম ম্যাচ মহমেডানের প্রতিপক্ষ এফসি গোয়া। গত বার ডুরান্ড কাপে রানার্স হয়েছিল মহমেডান এবং চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া। প্রথমে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের মধ্যে দিয়ে ডুরান্ড কাপের উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা পরে পরিবর্তিত করা হয়।

Independence Day: সৌরভ স্বাধীনতা দিবসে সিএবিতে, বাড়ি থেকে পতাকা নিয়ে দিলেন কোন বার্তা?Independence Day: সৌরভ স্বাধীনতা দিবসে সিএবিতে, বাড়ি থেকে পতাকা নিয়ে দিলেন কোন বার্তা?

English summary
Durand Cup opening will have Armed Forces band display along with performance of theme song of the tournament by Papon and Rewben Mashangwa. Here are the information regarding Durand Cups broadcasting, where and How to watch. Updates on derby tickets are also available.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X