কবে থেকে শুরু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর লড়াই, কোন দলের বিরুদ্ধে খেলবে কারা?
জমে উঠছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। কাটছাঁটের পর ১৬ দলের মধ্যে লড়াই অবশিষ্ট রয়েছে। মোকাবিলা যে হাড্ডাহড্ডি হবে, তা নিঃসন্দেহে। তার আগে জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র লড়াই। কোন দলের বিরুদ্ধে অংশ নেবে করা, তাও এক নজরে দেখে নেওয়া যাক।

১) ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি কিংবা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ রাউন্ডের প্রতিযোগিতা। দুই লেগে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে সব দল। ২০২১ সালের ৯ কিংবা ১৬মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় লেগ।
২) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ রাউন্ডে মনছেনগ্ল্যাডবাছের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি।
৩) বুন্দেশ লিগা চ্যাম্পিয়ন তথা গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লাজিও।
৪) স্প্যানিশ জায়ান্ট আটলোটিকো মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে চেলসি।
৫) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হব লেইজজিগ।
৬) পোর্তোর মুখোমুখি হচ্ছে সিরি এ চ্যাম্পিয়ন তথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস।
৭) লিওনেল মেসির বার্সেলোনা, ব্রাজিলিয় নেইমারের ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জের্মেইনের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম ধাপে খেলতে নামছে।
৮) সেভিয়ার মুখোমুখি হচ্ছে বুরুশিয়া ডর্টমুন্ড।
৯) লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলতে নামছে আটালান্টার বিরুদ্ধে।

ডনের দেশে ব্যাটিংয়ের সুযোগের অপেক্ষায় শুভমান, স্লেজিং ও শর্ট বলের জন্য তৈরি