For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জটে আটকে ইস্টবেঙ্গল, ফুটবলারদের ভবিষ্যৎ অনিশ্চিত, ক্লাব কর্তা কী বললেন

জটে আটকে ইস্টবেঙ্গল, ফুটবলারদের ভবিষ্যৎ অনিশ্চিত, ক্লাব কর্তা কী বললেন

  • |
Google Oneindia Bengali News

কোয়েস গেঁড়োয় জটে আটকে ইস্টবেঙ্গল!রবিবার ৩১ মে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে।এরপর ১ জুনের মধ্যে বেঙ্গালুরুর সংস্থা কোয়েসের থেকে স্পোর্টিং রাইটের হন্তান্তর হওয়ার কথা ছিল। কিন্তু আজ ৩ জুন এখনও রাইটস হন্তান্তর হয়নি। ফলে এতদিন যে সব ফুটবলার ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন তারা সমস্যায় পড়েছেন।

ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন

ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন

নতুন মরসুমের জন্যে নিয়ম করে ফুটবলার রিক্যুট করার ঘোষণা করছিল ইস্টবেঙ্গল। দলবদলের বাজারে দারুণ সব ফুটবলার তুলে চমক দিয়েছিল ক্লাব। কিন্তু এখন সেই রিক্যুট ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

কেন চিন্তায় এজেন্টরা

কেন চিন্তায় এজেন্টরা

বলবন্ত সিং, রিনো অ্যান্টো, শেহনাজরা ইস্টবেঙ্গলের লেটারহেডে সই করেছেন। যেখানে চুক্তিপত্রে ইস্টবেঙ্গলের নাম রয়েছে। অথচ ফেডারেশনের কাছে এখনও ক্লাব, কোয়েস ইস্টবেঙ্গল নামে নথিভুক্ত রয়েছে। যেকোনও টুর্নামেন্টে খেলতে গেলে ইস্টবেঙ্গলকে আগে স্পোর্টিং রাইটস পাল্টাতে হবে।

ফুটবলারদের সঙ্গে চুক্তির এখন কোনও বৈধ্যতা নেই

ফুটবলারদের সঙ্গে চুক্তির এখন কোনও বৈধ্যতা নেই

১ জুন স্পোর্টিং রাইটস চলে এলে ফেডারেশনেও নভিভুক্ত নাম পাল্টানো হত। তার আগে বলবন্তদের সঙ্গে চুক্তির ফেডারেশনের কাছে সরকারি সরকারি কোনও বৈধ্যতা নেই। স্পোর্টিং রাইটস পেলে জুনের প্রথম সপ্তাহে ফুটবলারদের চুক্তিপত্রে ক্লাবের পক্ষ থেকে সই করে পাঠানো হবে বলে জানানো হয়েছিল। ৩ জুন কেটে গেলেও সেই রাটস হন্তান্তর না হওয়ায় ক্লাব এখনও ফুটবলারদের হাতে চুক্তি তুলে দিতে পারেনি। ফলে এজেন্টরা এখন ফুটবলারদের নিয়ে চিন্তায় পড়েছেন।

ক্লাব কর্তা কী বলছেন

ক্লাব কর্তা কী বলছেন

ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য ফুটবলারদের আশ্বস্ত করছেন। ইতিমধ্যে ফেডারশেন কোয়েসের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার জন্যে ১ মাস সময় দিয়েছে। এই এক মাসের মধ্যে ইস্টবেঙ্গলকে কোয়েসের থেকে স্পোর্টিং রাইটস নিতে হবে। জুনের মধ্যে পুরো সমস্যা সমাধান হতে যাবে বলে শীর্ষকর্তা আশ্বস্ত করেছেন।

ফুটবলারদের হাতে কী সুযোগ খোলা আছে

ফুটবলারদের হাতে কী সুযোগ খোলা আছে

ইস্টবেঙ্গলের সঙ্গে ফুটবলারদের চুক্তির যেহেতু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বৈধ্যতা নেই। তাই জুনের পর সমস্যা না মিটলে ইস্টবেঙ্গল ছেড়ে এজেন্টরা অন্য ক্লাবের সঙ্গে ফুটবলারদের চুক্তি করিয়ে নিতে পারেন। এবছর করোনা ধাক্কার কারণে অক্টোবরে ফুটবল মরসুম শুরু হবে। তার আগে আগস্ট মাসে ট্রান্সফার উইন্ডোতে ফুটবলারদের রদবদল হতে পারে।

লকডাউনে পরবর্তী বিশ্বে ক্রিকেটকে সুরক্ষিত করার ব্লু-প্রিন্ট তৈরি অনিল কুম্বলেরলকডাউনে পরবর্তী বিশ্বে ক্রিকেটকে সুরক্ষিত করার ব্লু-প্রিন্ট তৈরি অনিল কুম্বলের

English summary
What east bengal officials said on Footballer futures stake on clubs Sports rights isssue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X