For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার তৈরি কমপ্যাক্ট বিশ্বকাপ আয়োজন করতে, নতুন কোন কোন বিষয় থাকছে?

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ কাতারে শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। প্রায় ১২ বছর আগে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল কাতার। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দেশ। চারটি দলকে প্রতি গ্রুপে রাখা হয়েছে, ফলে মোট গ্রুপের সংখ্যা ৮। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে কাতার। এবারের বিশ্বকাপে থাকছে একাধিক নতুন বিষয়, যা আগে দেখা যায়নি।

অফসাইড টেকনোলজি

গত জুলাই মাসেই ফিফা জানিয়ে দিয়েছে, কাতার বিশ্বকাপে সেমি-অটোমেটেড অফসাইড সিস্টেমের সাহায্য নেওয়া হবে। প্রযুক্তির ব্যবহারের ফলে সেক্ষেত্রে অফসাইড নিয়ে বিতর্ক থাকবে না বলে মনে করা হচ্ছে। এই টেকনোলজির ক্ষেত্রে বলের মধ্যে সেন্সর থাকবে। লিম্ব ট্র্যাকিং ক্যামেরা সিস্টেমে ফুটবলারদের নড়াচড়া ধরা পড়বে। স্টেডিয়ামের স্ক্রিনে দেখানো হবে থ্রি ডি ইমেজ, ঘরে বসে যাঁরা খেলা দেখবেন তাঁদেরও রেফারির সিদ্ধান্ত বোঝা অনেক সহজ করে দেবে এই নয়া প্রযুক্তি।

পরিবর্ত ফুটবলার

পরিবর্ত ফুটবলার

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোনও ম্যাচে কোনও দল সর্বাধিক তিনজন পরিবর্ত ফুটবলার নামাতে পারত। এবারের বিশ্বকাপে সেই সংখ্যা বাড়িয়ে পাঁচ করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ব ফুটবলে কোভিডের প্রভাব সংক্রান্ত বিস্তারিত বিশ্লেষণের পর পরিবর্তের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার সিদ্ধান্ত ২০২০ সালে নেয় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন পরিবর্ত প্লেয়ার নামানো যাবে। গত দুই বছর ধরে এই নিয়ম মেনে আসছে লা লিগা, মেজর লিগ সকার-সহ বিশ্বের বিভিন্ন ফুটবল লিগ।

নভেম্বরে বিশ্বকাপ

নভেম্বর-ডিসেম্বরে এই প্রথম হচ্ছে ফিফা বিশ্বকাপ। এর আগে বিশ্বকাপ হয়েছে জুন-জুলাই নাগাদ। কিন্তু সেই সময় কাতারে তাপমাত্রা পৌঁছে যায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে। সেই পরিস্থিতি এড়াতেই নভেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত। যখন বিশ্বকাপ চলবে তখন তাপমাত্রা ১৪ ডিগ্সি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে।

দলে সর্বাধিক ফুটবলার

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কোনও দল সর্বাধিক ২৩ জন ফুটবলার রাখতে পারতো। এবার সেই নিয়মেও বদল এসেছে। প্রতিটি দল ২৬ জন ফুটবলারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে যেতে পারছে এবার। এই নিয়মের পিছনেও আছে কোভিডের প্রভাব। সেই সঙ্গে নভেম্বরে এই প্রথম বিশ্বকাপ হচ্ছে, সেটিও বিভিন্ন দলকে অতিরিক্ত ফুটবলার নেওয়ার পক্ষে সহায়ক হয়েছে। বিশ্বকাপের প্রাথমিক দল গঠনের সময়েও ৩৫ জনের পরিবর্তে ৫৫ জনকে রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

মহিলা রেফারি

কাতারে ফিফা বিশ্বকাপ পরিচালনা করবেন ৩২ জন রেফারি। তাঁদের মধ্যে এবারই প্রথম মহিলা রেফারিরা খেলা পরিচালনা করবেন। ফ্রান্সের স্তেফানি ফ্র্যাপার্ট, জাপানের ইওশিমি ইয়ামাশিতা ও রোয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবার বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন। এই মহিলা রেফারিরা আগে উয়েফা সুপার কাপ, আফ্রিকা কাপ অব নেশনসে পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনা করেছেন। এই তিন মহিলা রেফারি ছাড়াও ৬৯ জন সহকারী রেফারির তালিকাতেও রয়েছেন তিনজন মহিলা।

কাছাকাছি স্টেডিয়াম

কাছাকাছি স্টেডিয়াম

কাতার বিশ্বকাপের বিশেষত্ব হলো, এবারই প্রথম কোনও ফুটবলপ্রেমী চাইলে একই দিনে দুটি আলাদা স্টেডিয়ামে পছন্দের দলের খেলা দেখতে পারবেন। সবচেয়ে ছোট দেশ হিসেবে এই প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন করছে কাতার। কাতারের আয়তন ১১,৫০০ বর্গফুটের কিছু বেশি, জনসংখ্যা ২৯ লক্ষ। যে ৮টি স্টেডিয়ামে খেলাগুলি হবে সেগুলি ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই। গ্রুপ পর্বে একেকদিন চারটি করেও ম্যাচ রয়েছে। তবে এরই মধ্যে থাকছে চিন্তা। যাঁরা একইদিনে দুটি ম্যাচ দেখার প্ল্যান করেছেন, রাস্তায় দীর্ঘ যানজটের আশঙ্কা থাকায় তাঁদের সেই পরিকল্পনা পড়তে চলেছে বড় চ্যালেঞ্জের মুখে। কেন না, ১২ লক্ষ ফুটবলপ্রেমীর হাজির থাকার কথা রয়েছে কাতার বিশ্বকাপ দেখতে।

English summary
What Are The New Things Fans To Experience For The First Time In FIFA World Cup History. Female Referees, 26-Man Squads, World Cup In November Among The Firsts In Qatar World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X