For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপক্ষ দলে লড়লেন মেসি-সুয়ারেজ, তবু ড্র তেই ম্যাচের নিষ্প্রাণ নিষ্পত্তি

অনেক চেষ্টা করলেন লিওনেল মেসি, কিন্তু দলের জন্য প্রয়োজনীয় তিন পয়েন্ট এনে দিতে পারলেন না উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ থেকে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জোরকদমে লড়াই চলছে। তবে বহু প্রত্যাশিত আর্জেন্তিনা বনাম উরুগুয়ে ম্যাচ শেষ হল ০-০ অবস্থায়। ফলে লাতিন আমেরিকা গ্রুপে নিজেদের জায়গা একটু ভাল করে নেওয়ার সুযোগ হারাল দুই হেভিওয়েটই।

পারলেন না লিও মেসি

লাতিন আমেরিকা গ্রুপে টেবলের তিন নম্বরে থাকা উরুগুয়ের বিরুদ্ধে পাঁচ নম্বরে থাকা আর্জেন্তিনার লড়াই ঘিরে প্রত্যাশা আকাশ ছুঁয়েছিল। চোট সারিয়ে উরুগুয়ের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ। অন্যদিকে মেসিও নেমেছিলেন তাঁর দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেওয়ার লক্ষ্যে।

দুই বার্সা সতীর্থ জাতীয় দলের জার্সি গায়ে প্রতিপক্ষ হিসেবে লড়লেন কিন্তু জয় এনে দিতে পারলেন না। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণ শানাচ্ছিল, কিন্তু উরুগুয়ের গোলদুর্গের অতন্দ্র প্রহরী মুসলেরা একবারও বিপক্ষকে জিততে দেননি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="es" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/URUARG?src=hash">#URUARG</a> Buen intento de <a href="https://twitter.com/hashtag/Messi?src=hash">#Messi</a> de tiro libre. <a href="https://t.co/OLJG4vfJZf">pic.twitter.com/OLJG4vfJZf</a></p>— Selección Argentina (@Argentina) <a href="https://twitter.com/Argentina/status/903412847891406848">September 1, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মেসি- সুয়ারেজ দু'জনেই ভাল ফুটবল খেললেও শেষ অবধি বিপক্ষের ডিফেন্স চিড়ে দলকে প্রয়োজনীয় তিন পয়েন্ট এনে দিতে পারেননি। তবে মাঠ ছাড়ার সময় সুয়ারেজকে হালকা পা টানতে দেখা গেলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে বড় কোন চোট নয় ক্র্যাম্পের কারণেই সুয়ারেজের অসুবিধা হচ্ছিল।

এদিকে কথামত এদিন অলোকচিত্রীদের সামনে সুয়ারেজ ২০ ও মেসি ৩০ নম্বর জার্সি পড়ে ধরা দেন সুয়ারেজ ও মেসি। তবে ম্যাচে এঁরা নিজেদের নির্দিষ্ট জার্সি পড়েই খেলেছেন। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজক হিসেবে বিড করছে উরুগুয়ে ওআর্জেন্তিনা। তাই এই বিশেষ জার্সির ব্যবস্থা করা হয়েছিল।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Messi and Luis Suarez (wearing shirts to support the Uruguay-Argentina World Cup 2030 bid) before tonight's game (0-0 still) <a href="https://t.co/LqjCD9sc6Y">pic.twitter.com/LqjCD9sc6Y</a></p>— FC Barcelona Fl (@FCBarcelonaFl) <a href="https://twitter.com/FCBarcelonaFl/status/903400148029636608">August 31, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
এদিকে চিলিকে হারিয়ে প্যারাগুয়ে ম্যাচ জিতে এই মুহূর্তে লাতিন আমেরিকা গ্রুপে চার নম্বরে উঠে এসেছে। উরুগুয়ে তিন নম্বরে রয়েছে ও আর্জেন্তিনা যে কে সেই পাঁচ নম্বরেই রয়ে গেল। আর্জেন্তিনার পরের ম্যাচ টেবলের একদম নিচে থাকা ভেনেজুয়েলার বিরুদ্ধে। জর্জ সাম্পাওলিকে এই ম্যাচের আগে আর্জেন্তিনা দল নিয়ে বিশেষ রকমের চিন্তাভাবনা করতেই হবে। অন্যদিকে চিলিকে হারানো প্যারাগুয়ের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে হবে উরুগুয়েকে।

English summary
Uruguay held Argentina to a draw in World cup qualification match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X