আজ শততম গোলের খোঁজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, প্রতিপক্ষ কারা? কখন ম্যাচ দেখবেন?
পর্তুগালের জার্সিতে আজ শততম গোলের খোঁজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা নেশনস লিগের ম্যাচে আজ মাঠে নামতে পারেন ক্রিশ্চিয়ানো। রোনাল্ডো মাঠে নামলে আজ তাঁর দেশের হয়ে শততম গোলটি দেখার অপেক্ষায় থাকবে ফুটবলদুনিয়া।

প্রথম ম্যাচে নামেননি রোনাল্ডো
পায়ের পাতায় সংক্রমণের কারণে উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামেনননি। আজ দেশের জার্সিতে রোনাল্ডো ফিরতে চলেছেন বলে দলের সূত্রে খবর।

আজ পর্তুগালের প্রতিপক্ষ কারা
রোনাল্ডো না নামলেও নেশনস লিগের প্রথম ম্যাচে ক্রোয়াশিয়ার বিরুদ্ধে পর্তুগালের জয় পেতে অসুবিধে হয়নি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্স দলকে পর্তুগাল ৪-১ গোলে হারায়। এরপর লিগের দ্বিতীয় ম্যাচে আজ পর্তুগালের প্রতিপক্ষ সুইডেন।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখা যাবে
মঙ্গলবার ভারতীয় সময়ে পর্তুগাল বনাম সুইডেন ম্যাচটি গভীর রাতে ১২.১৫ মিনিটে সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। সোনি লিভ অ্যাপে ম্যাচের সম্প্রচার হবে।

রোনাল্ডোর শততম গোলের অপেক্ষা
পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১৬৪টি ম্যাচ খেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৯৯টি গোল করেছেন। আজ দেশের জার্সিতে শততম গোলটি করার জন্য় মুখিয়ে রয়েছেন রোনাল্ডো।

শেষ ম্যাচ হেরে বসেছে সুইডেন
প্রসঙ্গত উয়েফা নেশনস লিগে প্রথম ম্যাচে সুইডেন ০-১ গোলে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ হারে। ফলে একদিকে সুইডেন যেমন এদিনের ম্যাচ জিতে লিগের পয়েন্ট টেবিলে খাতা খুলতে চাইবে, ঠিক তেমনি পর্তুগাল ম্যাচ জিতে তৃতীয় গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসতে চাইবে।