For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশ্চর্যজনক ভাবে উয়েফার বর্ষসেরার তালিকায় মেসির নাম না থাকলেও মেসি বন্দনায় পঞ্চমুখ ফুটবলপ্রেমীরা

সোমবার উয়েফার পক্ষ থেকে বর্যসেরা পুরস্কারের জন্য যে জন ফুটবলারের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্থান হয়নি ফুটবল রাজপুত্র লিওনেল মেসির।

Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবলের ইতিহাসে তিনি অনন্য। ফুটবলের প্রতি তাঁর অবদান উজ্জ্বল করেছে ফুটবলকে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। কিন্তু, উল্লেখযোগ্যা ভাবে উয়েফার বর্যসেরা ফুটবলারের তালিকায় নাম নেই তাঁর। কথা হচ্ছে আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে।

সোমবার উয়েফার পক্ষ থেকে বর্যসেরা পুরস্কারের জন্য যে জন ফুটবলারের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্থান হয়নি ফুটবল রাজপুত্রের।

সোমবার উয়েফার পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম। রোনাল্ডোর পাশাপাশি রয়েছে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক লুকা মদ্রিচের নাম। রয়েছে মহম্মদ সালাহ, কেভিন দি ব্রুইন এবং এডেন অ্যাজারের নাম।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য আঁতোয়া গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপের নামও রয়েছে এই তালিকায়। আদ্ভুতভাবে রয়েছে সার্জিও রামোসের নামও। কিন্তু বাদ পড়েছেন এক মাত্র লিওনেল মেসিই।
উয়েফার প্রকাশ করা এই তালিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই ক্ষোভ উগড়ে দেন ফুটবল প্রেমীরা। শুধু মেসি ভক্তরাই নন, ফুটবল পাগল মনুষ মেনে নিতে পারেনি এই তালিকা।

[আরও পড়ুন: এশিয়ান গেমসে একই বিভাগে ২ পদক জয় ভারতের, একই সঙ্গে ঘরে এল সোনা ও ব্রোঞ্জ][আরও পড়ুন: এশিয়ান গেমসে একই বিভাগে ২ পদক জয় ভারতের, একই সঙ্গে ঘরে এল সোনা ও ব্রোঞ্জ]

ফুটবল মাঠে আর্জেন্তিনার বরাবরের শত্রু ব্রাজিলের এক ফুটবল প্রেমী টুইটে লেখেন, 'প্রতিপক্ষ দলের ফুটবলার হলেও মেসির ধারে কাছে কেউ নেই এই মুহূর্তে। শুধু গোলই ফুটবলের শেষ কথা নয়, মেসির ফুটবল ওষুধের মতো। ৯০ মিনিট ওর খেলা দেখতে পেলে, মন এবং শরীর অনেকটাই তরতাজা হয়ে যায়। এই রকম শিল্পী ফুটবলার খুব কম এসেছে ফুটবলের ইতিহাসে।'

আর এক সমর্থক লেখেন, 'ফুটবল একার খেলা হলে তাঁর থেকে অসংখ্য আলোকবর্ষ দূরে থাকতেন তাঁর সহসাময়িক ফুটবলাররা। কিন্তু এটা দলগত খেলা। ফলে আন্তর্জাতিক স্তরে ব্যর্থ মেসিকে বিবেচনা করা উচিত নয়। আধুনিক ফুটবলে একমাত্র মেসি-ই দেখিয়েছে কী ভাবে ১১ জনের বিরুদ্ধে খেলে এক জন ম্যাচ বেড় করে নিতে পারে।'

[আরও পড়ুন:অবিশ্বাস্য! ইন্দোনেশিয়াকে ১৭-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে যাত্রা শুরু ভারতীয় হকি দলের][আরও পড়ুন:অবিশ্বাস্য! ইন্দোনেশিয়াকে ১৭-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে যাত্রা শুরু ভারতীয় হকি দলের]

এক মেসি ভক্ত লেখেন, 'উয়েফার তালিকায় না থাকলেও মেসি-ই সেরা। মারাদোনার পর উঠে এসেছে মেসি। মারাদোনার সময়েও যেমন আর শিল্পী ফুটবলার সেই ভাবে ছিল না, তেমন নেই মেসির সময়েও। এই রকমের ফুটবলার ১০০ বছরে এক জন আসে। মেসির মতো ফুটবলারকে পেয়ে ধন্য ফুটবল।'

[আরও পড়ুন: তৃতীয় দিনের খেলা শেষে অ্যাডভান্টেজ ইন্ডিয়া, লড়াইয়ে ফেরার ইঙ্গিত ইংল্যান্ডের][আরও পড়ুন: তৃতীয় দিনের খেলা শেষে অ্যাডভান্টেজ ইন্ডিয়া, লড়াইয়ে ফেরার ইঙ্গিত ইংল্যান্ডের]

English summary
Lionel Messi is not it the list of UEFA and Misses out player of the year Award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X