উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: মেসির পেনাল্টিতে জিতল বার্সেলোনা, বড়় জয় জুভেন্তাসের
প্রত্যাশা মতো চ্যাম্পিয়ন্স লিগে জয় বার্সেলোনা ও জুভেন্তাসের। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় ফেলেঙ্কভারোসের মুখোমুখি হয় জুভেন্টাস।খাতায় কলমে দুর্বল ক্লাবকে শুরু থেকেই চেপে ধরে রোনাল্ডোরা। করোনার পর মাঠে ফিরে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন। ফেলেঙ্কভারোসের বিরুদ্ধে অবশ্য জুভেন্তাসের জার্সিতে সিআর সেভেন গোল পাননি। ক্রিশ্চিয়ানো গোল না পেলেও চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাস ৪-১ ব্যবধানে বড় জয় জয় পেয়েছে। অন্যদিকে বার্সেলোনা রাশিয়ান ক্লাব ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছে।

ফেলেঙ্কভারোসের বিরুদ্ধে জুভেন্তাসের হয়ে আলভারো মোরাতা দুটি গোল করেন। প্রথমার্ধের ৭ মিনিটে মোরাতার গোলেই জুভেন্তাস এগিয়ে যায়। দ্বিতীর্ধের ৬০ মিনিটে এরপর জুভেন্তাসের হয়ে দ্বিতীয় গোল মোরতার। পাওলো দিবালা ৭২ মিনিটে দলকে ৩-০ এগিয়ে দেন। চাপে পরে, ৮২ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ফেরেঙ্কভারোসের ডিভ্যালি নিজের জালে বল জড়িয়ে দেন। ম্যাচের একেবারে শেষ মিনিটে বোলির গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ফেলেঙ্কভারোস ম্যাচ হেরে বসে। জুভেন্তাস ম্যাচ জেতে ৪-১ ব্যবধানে।
অন্যদিকে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে এখনও পর্যন্ত শতভাগ জয়ে ধরে রাখল রোনাল্ড কোম্যান অ্যান্ড বাহিনী। ম্যাচে মেসি পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন। পরে ৬৫ মিনিটে নিখুঁত হেডে পিকে বার্সার জার্সিতে দ্বিতীয় গোলটি করেন। ৭৫ মিনিটে স্টেগানের হাত থেকে ফস্কালে ভিক্টর শ্যেনকভ ডায়নামো কিয়েভের হয়ে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত বার্সা ২-১ ব্যবধানে ম্যাচ জেতে।