For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউরোপিয় ফুটবলে বাড়তে চলেছে প্রতিযোগিতা, ২০২১ সাল থেকেই নতুন লিগ চালুর ঘোষণা করল উয়েফা

২০২১ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের পাশাপাশি একটি নতুন ক্লাব প্রতিযোগিতা চালু করার কথা ঘোষণা করেছে উয়েফা।
 

  • |
Google Oneindia Bengali News

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ ছিলই। এবার আরও বেশি ক্লাবকে ইউরোপিয় প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আরও একটি ইউরোপিয় ফুটবল প্রতিযোগিতা চালু করার কথা ঘোষণা করল উয়েফা। কাজ চালানোর জন্য ইউরোপা লিগ ২ নামে পরিচিত হওয়া এই প্রতিযোগিতা চালু হবে ২০২১ সাল থেকে।

২০২১ সাল থেকেই ইউরোপে নতুন ফুটবল লিগ

ডাবলিনে উয়েফার গভর্নিং বডির মিটিংয়ে এই টুর্নামেন্টের খুঁটিনাটি বিষয় ঠিক করা হয়েছে। এই প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে আরও ৩৪টি দেশের ক্লাব ইউরোপিয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে দাবি উয়েফার। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের পাশাপাশিই, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে হবে নতুন এই লিগের খেলা। গ্রুপ পর্যায়ে মোট ৩২টি দল অংশ নেবে।

গ্রুপ পর্যায়ে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের সঙ্গে ফর্ম্যাটের তফাদত না থাকলেও, শেষ ষোলর আগে একটি বাড়তি নকআউচট পর্যায় খেলা হবে। সেখানে নতুন লিগের গ্রুপ পর্যায়ে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির সঙ্গে খেলা হবে ইউরোপা লিগের গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলির। আর এই প্রতিযোগিতা জিততে পারলে সরাসরি পরের মরসুমের ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করা যাবে।

এই প্রতিযোগিতার বিষয়ে উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার ক্যাফেরিন জানিয়েছেন, এর ফলে উয়েফা ক্লাব প্রতিযোগিতা আরও 'ইনক্লুসিভ' হয়ে উঠবে। তিনি আরও জানান, ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল সংস্থা ও ক্লাবগুলির তরফে আরও বেশি করে ইউরোপিয় প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার চাহিদা ছিল। এই প্রতিযোগিতা তা মেটাতে সক্ষম হবে বলেই তাঁর মত।

English summary
UEFA has announced a new club competition to start from 2021 alongside the Champions League and Europa League. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X