For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুশীলনে জিকসন- ধীরজরা, কালীপুজোতে হাজির হাওড়াতেও,জানুন রহস্য

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ভারতীয় দল ঘিরে অভিনব ভাবনার প্রকাশ , কালীপুজোতে হাজির রবিস -জিকসনরা। 
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে দলের অভিযান শেষ হয়ে গেছে তো কুছ পরোয়া নেহি। প্রথমবার কোনও বিশ্বকাপে যে ভারতীয় দল খেলেছে তাদের নিয়ে তো স্বাভাবিকভাবে একটু মাতামাতি তো হবেই।

 অনুশীলনে জিকসন- ধীরজরা, কালীপুজোতে হাজির হাওড়াতেও

সারা দেশেই ধীরাজ , রহিম আলি,জিকসন, বরিস -রা পাচ্ছে তারকার মর্যাদা। ফুটবল মাঠে তাদের লড়াই মন জিতে নিয়েছে ১২৫ কোটি দেশবাসীর। শুধু তাই নয়, ভারতের খুদেদের লড়াইয়ে চমকে গিয়েছে ফুটবল বিশ্বও। তবে বাংলার ফুটবল প্রেমটা আরও একটু বেশিই। দুর্গাপুজোর সময়েই বাংলায় বিশ্বকাপ নিয়ে বিভিন্ন মন্ডপে নানা জিনিস দেখা গেছে। এবার কালীপুজোতেও বাজিমাত ভারতীয় জুনিয়র দলের। ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা হাজির পুজো মণ্ডপেও। ভাবছেন কী করে , এই তো আবার জুনিয়র ফুটবলারদের শিবিরে ডেকে নেওয়া হয়েছ। তাহলে কী করে সম্ভব।

হাওড়ার কদমতলা লিড ক্লাবের পুজো মণ্ডপে ভারতীয় তারকাদের ছবি দিয়েই তৈরি হল প্যাণ্ডেল। এবারের কালীপুজোয় তাদের থিম অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ভারতীয় দল। প্যাণ্ডেলের একদম মাথায় রয়েছে একটি ফুটবল। আর নিচেই রয়েছে ধীরাজ-বরিসদের ছবি। ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও জায়গা করে নিয়েছে সেই ছবি , যার ট্যাগ লাইন 'যখন ফুটবলটাই ধর্ম হয়ে যায়।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">When Football becomes the religion - a Kali Puja pandal themed on <a href="https://twitter.com/hashtag/FIFAU17WC?src=hash&ref_src=twsrc%5Etfw">#FIFAU17WC</a> at Howrah in West Bengal with our U17 boys' pictures on it. <a href="https://t.co/ZVAi9LShO6">pic.twitter.com/ZVAi9LShO6</a></p>— Indian Football Team (@IndianFootball) <a href="https://twitter.com/IndianFootball/status/920922917398986753?ref_src=twsrc%5Etfw">October 19, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আসলে ভারতীয় দলের টুইটারে অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করে বিশ্বকে একটা বার্তা দিতে চাওয়া হয়েছে। যে আমাদের ফুটবল শুধু মাটির সঙ্গে নয় মনের সঙ্গেও যুক্ত। আগামী ৪ নভেম্বর থেকে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ যোগ্যতা অর্জন পর্বে শুরু হচ্ছে। সেখানে সৌদি আরব, ইয়েমেন এবং তুর্কমেনিস্তানের সঙ্গে গ্রুপ 'ডি'-তে রয়েছে টিম ইন্ডিয়া। আর তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পর্তুগিজ কোচ নর্টন ডি মাতোস। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দল থেকে ১৭ জন এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় দল থেকে ১১ জনকে ডাকা হয়েছে। এদের নিয়েই আপাতত দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চলছে শিবির।

English summary
U-17 Indian team are present in kali puja panadal but in a differeent manner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X