For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের নয়া মোড় মোহন ‘অপেরায়’! আসরে বাগানের পদত্যাগী সভাপতি টুটু বসু

মোহনবাগানের প্রাক্তন অর্থ সচিব দেবাশিস দত্তের পদত্যাগ পত্র দীর্ঘদিন পড়ে থাকার পর গৃহীত হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগানের পদত্যাগী সভাপতি টুটু বসু।

Google Oneindia Bengali News

মোহনবাগানের প্রাক্তন অর্থ সচিব দেবাশিস দত্তের পদত্যাগ পত্র দীর্ঘদিন পড়ে থাকার পর গৃহীত হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগানের পদত্যাগী সভাপতি টুটু বসু।

ফের নয়া মোড় মোহন ‘অপেরায়’! আসরে বাগানের পদত্যাগী সভাপতি টুটু বসু

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে মোহনবাগানের অর্থ সচিবের পদ থেকে সরে দাঁড়ান দেবশিস দত্ত। দেবাশিসের পাশাপাশি একই দিনে পদত্যাগ করেন মোহনবাগানের সহ সচিব সৃঞ্জয় বসুও। মূলত এই দু'জনেরই পদত্যাগের কারণ হিসেবে তুলে ধরেছিলেন সচিব অঞ্জন মিত্রেকে।

কিন্তু পদত্যাগ পত্র দেওয়ার পর তা গ্রহণ করতে অস্বীকার করেন মোহন সচিব। কিন্তু গতকাল বাতিল করে দেওয়া পদত্যাগ পত্র গ্রহণ করেন তিনি।

আর এরই প্রতিবাদে সরব হয়েছেন বাগানের পদত্যাগী সভাপতি টুটু বসু। কলকাতার বাইরে থাকলেও প্রেস বিজ্ঞপ্তি জারি করে টুটুবাবু বলেন, 'মোহনবাগান ক্লাব একটি পরিবারের মতো। নানা বিষয়ে কর্মকর্তাদের মতের অমিল হতেই পারে, তবে পারিবারিক ঐক্যে তা কখনও প্রভাব ফেলেনি। ফলে যাবতীয় সাফল্যের পিছনে কাজ করেছে টিম ওয়ার্ক। কিন্তু যে কায়দায় সদস্যদের ভোটে নির্বাচিত অর্থ সচিবকে সরানো হয়েছে তা অনৈতিক এবং অনভিপ্রেত। আমি এর তীব্র নিন্দা করি।'

পাশাপাশি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য ঘনিষ্ঠ বন্ধু অঞ্জন মিত্রকে অনুরোধ করে তিনি। তিনি বলেন, 'অনৈতিক ভাবে নেওয়া এই সিদ্ধান্ত প্রত্যাহর করার জন্য আমি অনুরোধ জানাই ক্লাব সচিব অঞ্জন মিত্রকে।'
এরই সঙ্গে তিনি এও মনে করিয়ে দেন দেবাশিসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, 'দেবাশিসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, ও ক্লাবের কাজ যথাযথ ভাবে পালন করে না।

কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন এক অভিযোগ। কারণ ফাইনাস্স সেক্রেটারি হিসেবে যথাযথ ভাবে নিজের কাজ করেছে দেবাশিস। এই বছরের জন্য দল তৈরি করার জন্য দেবাশিসকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তাও সে ঠিক ভাবেই পালন করেছে সে।'

এখন এটাই দেখার টুটু বসুর অনুরোধে সিদ্ধান্তের বদল করেন কি না মোহন সচিব অঞ্জন মিত্র!

English summary
Ex president of Mohun Bagan requested secretary anjan mitra to re consider his decision regarding debasish dutta’s resignation acceptance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X