আফ্রিকার প্রথম দেশ হিসাবে বিশ্বকাপে ম্যাচ জেতা তিউনিশিয়ার পারফরম্যান্স কেমন
আফ্রিকার প্রথম দল হিসাবে বিশ্বকাপে খেলতে নেমে কোনও ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল তিউনিশিয়া। তবে ২১ বারের মধ্যে পাঁচবার মূল পর্বে খেলে কোনওবারই গ্রুপ স্টেজের বাধা পেরোতে পারেনি। মোট ১২টি ম্যাচ খেলে ১টিতে জয়, ৪টি ড্র ও ৭টিতে হারের সম্মুখীন হয়েছে তিউনিশিয়া। নিজেরা গোল করেছে ৮টি, গোল হজম করেছে ১৭টি। একনজরে দেখে নেওয়া যাক তিউনিশিয়ার বিশ্বকাপ পারফরম্যান্স।

বিশ্বকাপে তিউনিশিয়া
১৯৩০-১৯৭৪ সালের বিশ্বকাপ পর্যন্ত কোনওবার সুযোগ পায়নি বা যোগ্যতা অর্জন করতে পারেনি তিউনিশিয়া।
১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলে তিউনিশিয়া। সেবার মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপে ম্যাচ জেতে তিউনিশিয়া। যদিও গ্রুপ স্টেজের বাধা পেরোতে পারেনি।
এরপরে ফের ২০ বছরের অপেক্ষার পরে ফ্রান্স বিশ্বকাপে সুযোগ পায় তিউনিশিয়া। সেবারও গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়।
তিউনিশিয়া পরপর দুবার ১৯৯৮ সালের পর ২০০২ সালেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে। তবে সব ম্যাচ হেরে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়।
২০০৬ সালে চতুর্থবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামলেও তিউনিশিয়া কোনও ম্যাচ জিততে পারেনি। একটি ম্যাচ ড্র করে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়।