For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের পাঁচ ক্লাবে আর্থিক সংকট, করোনা পরিস্থিতির মাঝে দল গোছানোয় বড় ধাক্কা

আইএসএলের পাঁচ ক্লাবে আর্থিক সংকট, করোনা পরিস্থিতির মাঝে দল গোছানোয় বড় ধাক্কা

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে ভারতে আগামী দিনে ফুটবল কবে শুরু জানা নেই। এর মাঝেই দেশের এক নম্বর লিগ আইএসএলে খেলা বেশ কয়েকটি ক্লাবে তীব্র অর্থ সংকট তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

করোনার কারণে অর্থনৈতিক সংকট

করোনার কারণে অর্থনৈতিক সংকট

করোনার পর বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। ভাইরাস থেকে বাঁচতে দেশে দেশে করোনা লকডাউন চলেছিল। ভারতে এখন লকডাউন পর্ব উঠে গিয়ে আনলক ওয়ান পরিস্থিতি। এই অবস্থায় প্রতিটি দেশই ভাইরাসের কারণে দীর্ঘ লকডাউনে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে।

ফুটবল বন্ধে বিদেশে বেতনে কাটছাঁট

ফুটবল বন্ধে বিদেশে বেতনে কাটছাঁট

লকডাউনে দীর্ঘদিন ধরে ফুটবল বন্ধ। ফলে ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাব বেতন কমানোর পথেও হেঁটেছে। ক্রিকেটেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডেও বেতন নিয়ে চাপ তৈরি হয়। কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাব এভাবেই এখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

নতুন চুক্তিতে ৪০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব

নতুন চুক্তিতে ৪০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব

জানা গিয়েছে আইএসএলের পাঁচটি ক্লাবে আর্থিক সংকট। যেকারণে এই পাঁচ ক্লাবের বেশ কয়েকটিতে গত মরসুমের ফুটবলারদের নতুন মরসুমের চুক্তির ক্ষেত্রে ৪০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

সন্দেশ ঝিংহানের ক্লাব ছাড়ার পর খবর প্রকাশ্যে

সন্দেশ ঝিংহানের ক্লাব ছাড়ার পর খবর প্রকাশ্যে

দেশের অন্যতম সেরা ফুটবলার সন্দেশ ঝিংহান কেরালা ব্লাস্টার্স ছেড়ে ওড়িশা এফসিতে যোগ দেওয়ার পর আইএসএলে পাঁচ দলে আর্থিক সমস্যার খবর প্রকাশ্যে এসেছে।

একনজরে কোন পাঁচ ক্লাবে আর্থিক সমস্যা

একনজরে কোন পাঁচ ক্লাবে আর্থিক সমস্যা

এই পাঁচ ক্লাবের মধ্যে হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া ও ওড়িশা এফসি রয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে হায়দ্রাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, কেরালা ব্লাস্টার্স গত মরসুমে একাধিক ফুটবলাদের ২-৩ মাসের বেতন দিতে পারেনি বলেও অভিযোগ উঠেছে।

English summary
Tranfers In Indian Football may eftect after Financial crisis in 5 isl clubs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X