For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনালের টিকিট কনফার্ম করার লক্ষ্যে মেসির দল নামছে মাঠে, এই ম্যাচে নজর রাখুন এই পাঁচটি ব্যক্তিগত ডুয়েলের উপর

ফাইনালের টিকিট কনফার্ম করার লক্ষ্যে মেসির দল নামছে মাঠে, এই ম্যাচে নজর রাখুন এই পাঁচটি ব্যক্তিগত ডুয়েলের উপর

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ ২০১৮-এর রানার্স দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময় শেষে খেলার ফল ছিল ২-২। অপর দিকে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে পেনাল্টি শুটআউটে হারিয়েছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে দুই দল গোল করার ফলে ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে।

লুসাইল স্টেডিয়ামে যে দল জিতবে সেই দল স্থান করে নেবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল মেগা ম্যাচে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হওয়ার আগে নজর রাখুন পাঁচটি এমন ডুয়েলের দিকে যা এই ম্যাচের ভাগ্যে প্রভাব ফেলতে পারে।

আন্দ্রে ক্রামারিক বনাম নিকোলাস ওটামেন্ডি:

আন্দ্রে ক্রামারিক বনাম নিকোলাস ওটামেন্ডি:

এই ম্যাচে নজর রাখতে হবে এই দুই ফুটবলারের ডুয়েলের উপর। ক্রামারিকের উপর ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড লাইনের পারফরম্যান্স অনেকটা নির্ভর করবে। দ্রুততার সঙ্গে আক্রমণ তৈরি করা এবং দ্রুত গতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা রয়েছে এই ক্রোট স্ট্রাইকারের। ক্রামারিককে আটকানোর দায়িত্ব থাকবে নিকোলাস ওটামেন্ডির উপর। সেন্টার ফরোয়ার্ডদের অধিকাংশ ক্ষেত্রেই বোতলবন্দি করে রাখার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভারা। তাঁর শারীরিক সক্ষমতা ফুটবলারের চাপের কারণ হয়ে দাঁড়ায়।

রড্রিগো ডি পল বনাম মাতেও কোভাচিচ:

রড্রিগো ডি পল বনাম মাতেও কোভাচিচ:

রড্রি ডি পল আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম স্তম্ভ। মিডফিল্ডে ভরসা দেওয়া,আক্রমণ ভাগকে সাহায্য করার পাশাপাশি ডিফেন্সিভ শিল্ড হিসেবেও দারুণ ভাবে কাজ করেন রড্রি। আর্জেন্টিনার সাজানো মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডি পল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ডি পলের সঙ্গে ক্রোয়েশিয়ার মাতেও কোভেচিচের লড়াইয়ের দিকে নজর থাকবে বিশ্ববাসীর। বলতে নিজের ইশারায় কথা বলানোর ক্ষমতা রয়েছে কোভাচিচের।

জসকো ভার্দিলো বনাম জুলিয়ান আলভারেজ:

জসকো ভার্দিলো বনাম জুলিয়ান আলভারেজ:

এই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার রক্ষণের অন্যতম স্তম্ভ জসকো ভার্দিলো গোটা টুর্নামেন্টে দারুণ ভাবে নির্ভরতা দিয়ে এসেছেন লুকা মদ্রিচের দলের রক্ষণভাগকে। শেষ চারের ম্যাচে আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে কী ভাবে তিনি আটকাতে পারেন সেই দিকে নজর থাকবে। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড সৌদি আরবের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে থেকে বিশ্বকাপ অভিযান শুরু করলেও আর্জেন্টিনার বস লিওনেল স্কোলানিকে পরের পর ম্যাচে গোল করে নির্ভরতা দিয়েছেন আলভারেজ। লা আলবিসেলেস্তার অন্যতম ফুটবলারের সঙ্গে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ডিফেন্ডারের ডুয়েলের দিকে নজর দিতেই হবে।

ডমিনিক লিভাকোভিচ বনাম এমিলিয়ানো মার্টিনেজ:

ডমিনিক লিভাকোভিচ বনাম এমিলিয়ানো মার্টিনেজ:

এই বিশ্বকাপের দুই সেরা গোলরক্ষক একে অপরের মুখোমুখি হতে চলেছেন এই ম্যাচে। ডমিনিক লিভাকোভিচ এবং এমিলিয়ানো মার্টিনেজ দুই গোলরক্ষকই নিজেদের বিশ্বস্ত হাতের উপর নির্ভর করে দলকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। পেনাল্টি সেভ থেকে খেলার মধ্যে একাধিক বিশ্বমানের সেভ করেছেন দুই দলের গোলরক্ষকই। দেখতে হবে দুই সেরা গোলরক্ষকের লড়াইয়ে শেষ হাসি কোন দল হাসে।

লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ:

লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ:

লুসাইল স্টেডিয়ামে সব নজর থাকবে এক জনের উপর তাঁর নাম লিওনেল মেসি, যাঁকে ভালবেসে অনেকেই ডাকেন 'এলএম ১০'। মেসির পায়ের জাদু সেকেন্ডের মধ্যে ম্যাচের ভাগ্য লিখে দেওয়ার ক্ষমতা রাখে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা পারফরর্মার মেসি। এখনও পর্যন্ত আর্জেন্টিনা চলতি বিশ্বকাপে যতগুলি গোল করেছে তার প্রতিটি থেকেই স্কোর করেছেন লিওনেল মেসি। অপর দিকে, মেসির মতোই নজর থাকবে বর্ষীয়ান ফুটবলার লুকা মদ্রিচের উপর। ক্রোয়েশিয়ার সমর্থকদের নয়নের মনি লুকা। আক্রমণ তৈরি করার জন্য বিশ্বকাপে মাঝমাঠ পর্যন্ত নেমে আসছেন মেসি। এইখানে মেসির সঙ্গে ডুয়েল লাগতে পারে লুকার। বার্সেলোনায় থাকাকালীন মদ্রিচের সঙ্গে একাধিক ডুয়েলে অংশ নিয়ে জিতেছেন মেসি। দুই জনেই দুই জনের খেলার ধরন জানেন, তবে দিনের শেষে যা না মেনে উপায় নেই তা হল মেসির সঙ্গে ১০০ বছর খেলে ফেললেও তাঁকে থামানোর উপায় বাতলানো সম্ভব নয় কিন্তু লুকার মতো ফুটবলারদের ফাঁকি কী ভাবে দিতে হয় তা মেসির মতো ভগবানপ্রদত্ত হাতে গোনা ফুটবলাররা জানেন।

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিসংখ্যানআর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিসংখ্যান

English summary
Top five battles to look at in Argentina vs Croatia Semifinal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X