
নৌ-বাহিনীর বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচের টিকিট আজই সংগ্রহ করুন ক্লাব থেকে, এসেছে মাত্র এই কটা টিকিট
প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে হার এবং দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ড্র করে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এটিকে মোহনবাগান কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে দারুণ ভাবে উঠে এসেছে কলকাতা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে। এই অবস্থায় আটের টিকিট নিশ্চিত করতে হলে ভারতীয় নৌ-বাহিনীর বিরুদ্ধে জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

ভারতীয় নৌ-বাহিনীর বিরুদ্ধে ম্যাচের জন্য অফলাইনে টিকিট বিক্রি:
ভারতীয় নৌ-বাহিনীর বিরুদ্ধে ম্যাচের জন্য অফ লাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে সোমবার থেকেই। যুবভারতীর বক্স অফিস থেকে পাওয়া যাচ্ছে টিকিট। এ বার এটিকে মোহনবাগান বনাম ভারতীয় নৌ-বাহিনীর ম্যাচের টিকিট মঙ্গলবার (৩০ অগস্ট) থেকে পাওয়া যাবে মোহনবাগান ক্লাবে। ২০০ টাকার মূল্যের কোনও টিকিট পাওয়া যাবে না মোহনবাগান ক্লাব থেকে।

কত দামের কত টিকিট পাওয়া যাবে:
মোহনবাগান ক্লাব থেকে বিক্রি হবে ১৯০০টি টিকিট। শুধু ৫০ টাকা এবং ১০০ টাকা মূল্যের টিকিট পাওয়া যাবে ক্লাব থেকে। ২০০ টাকা মূল্যের কোনও টিকিট বিক্রি হবে না। ৫০ টাকা মূল্যের ৯৫০টি টিকিট এবং ১০০ টাকা মূল্যের ৯৫০টি টিকিট ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্রি করা হবে। দুপুর দু'টো থেকে মঙ্গলবার এই টিকিট বিক্রি শুরু হবে।

দেওয়া হবে মেম্বারশিপ টিকিট:
শুধু অর্থের বিনিময়ে টিকিট পাওয়া যাবে এমনটা নয়। সাধারণ সমর্থকরদের জন্য ৫০ এবং ১০০ টাকার টিকিটের পাশাপাশি এ দিন ক্লাবের সদস্যদেরও টিকিট দেওয়া হবে মেম্বারশিপ কার্ডের ভিত্তিতে। মেম্বারশিপ কার্ড প্রতি একটি করে টিকিট দেওয়া হবে। এক জন মেম্বার এক সঙ্গে পাঁচটির বেশি কার্ড নিয়ে এসে টিকিট তুলতে পারবেন না। যার ফলে এক জন মেম্বার সর্বাধিক পাঁচটি কার্ড দেখিয়ে পাঁচটি টিকিট নিতে পারবেন।

ডুরান্ড কাপে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স:
প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে হার এবং দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ড্র করে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এটিকে মোহনবাগান কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে দারুণ ভাবে উঠে এসেছে কলকাতা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে।