For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Exclusive: ডার্বির পরিচিত উত্তেজনা উপভোগ করতে পারছেন না পাহাড়ি বিছে

ডার্বি ঘিরে উত্তেজনা উপভোগ করতে পারছেন না পাহাড়ি বিছে

Google Oneindia Bengali News

রাত পোহালেই মহারণ। ঘটি-বাঙালের চিরকালিন দ্বৈরথে মাণ্ডবী নদীর তীরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। শুধু ভারতীয় ফুটবল আঙিনায়-ই নয়, এশিয়া তথা বিশ্ব ফুটবলে গুরুত্বের বিচারে স্থান করে নিয়েছে এই ডার্বি। সেরা পঞ্চাশটি ডার্বির মধ্যে বিবেচিত হয় ইলিশ-চিংড়ির লড়াই।

Exclusive: ডার্বির পরিচিত উত্তেজনা উপভোগ করতে পারছেন না পাহাড়ি বিছে

করোনার দাপটে দীর্ঘ দু'বছর ডার্বি আয়োজিত হয়নি কলকাতায়। গত মরসুমের মতো এই মরসুমেও আইএসএল-এর প্রথম ডার্বি আয়োজিত হয়েছে গোয়ায়। শনিবাসরীয় ডার্বিও আয়োজিত হবে দেশের ছোট এই রাজ্যে। কলকাতায় এই ম্যাচ না আয়োজিত হওয়ায় এবং দর্শক শূন্য স্টেডিয়ামে ভারতীয় ফুটবলের সব থেকে বড় ম্যাচ আয়োজনের জন্য কিছুটা হলেও ফ্যাকাসে লাগছে এ বারের ডার্বিকে। তা ছাড়া এসসি ইস্টবেঙ্গলের নিম্নমুখী পারফরম্যান্সের গ্রাফ অনেকটা জৌলুসহীন করে তুলেছে ডার্বিকে। শুধু সমর্থকেরাই নন, ডার্বির সেই উত্তাপ উপভোগ করতে পারছেন না ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া-ও।

কলকাতা ক্ল্যাসিকো'র আগের দিন ওয়ান ইন্ডিয়া বাংলাকে তিনি বলেছে, "ডার্বি সব সময়ে প্রতিদ্বন্দ্বীতা মূলক হয়। কিন্তু বিগত এক-দু'বছরে ইনভেস্টার সংক্রান্ত সমস্যার কারণে দল (ইস্টবেঙ্গল) অনেকটা খারাপ জায়গার মধ্যে পড়ে গিয়েছে। শেষ মুহূর্তে টিম গড়া হয়েছে। এই জন্য খুব একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে না। আমার মনে হয় না ইস্টবেঙ্গল সমর্থকেরা এই ডার্বি ঘিরে খুব একটা উত্তেজিত রয়েছে। কারণ সকলেই জানে টিমের কী অবস্থা।"

এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান দুই বড় দলের নতুন নামকরণ নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে দুই দলের এক অংশের সমর্থককে। ইস্টবেঙ্গল সমর্থকরা 'এসসি ইস্টবেঙ্গল' নাম নিয়ে খুব বেশি প্রতিবাদ না করলেও 'এটিকে মোহনবাগান' নামের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বহু মোহনবাগানীকে। তবে, বাইচুং মনে করেন সমর্থকদেরও বুঝতে হবে ইনভেস্টার প্রয়োজন। পাহাড়ি বিছের কথায়, "আধুনিক ফুটবলে ভাল দল গড়তে টাকার প্রয়োজন। সারা বিশ্বে প্রায় সব ক্লাবই ইনভেস্টারদের মাধ্যমেই চলে। তবে, এইগুলো সমর্থকপুষ্ট ক্লাব, সমর্থকরা কী চান সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাঁরা সব সময়ে চান ক্লাবের উন্নতি হোক, তাঁরা চান টুর্নামেন্ট জিততে। কিন্তু এটাও বুঝতে হবে ইনভেস্টার না থাকলে টাকা কোথা থেকে নিয়ে আসবে!"

ডার্বির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বাইচুং ভুটিয়া। ভারতের এই প্রাক্তন অধিনায়ক ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই বড় ক্লাবের জার্সিতেই ডার্বিতে মাঠ নেমেছেন। অমল দত্তের ডায়মন্ড সিস্টেম চূর্ণ করে দেওয়ার ম্যাচেও লাল-হলুদের নায়ক ছিলেন বাইচুং। তাঁর হ্যাটট্রিকের উপর ভর করেই সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল।

English summary
Former India captain Bhaichung Bhutia is not feeling the temperature of the derby. Icon of Indian Football feels consecutive below par performance from sc East Bengal and some issues with investors put the team in very bad situation for this season along with last season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X