For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়ার কোন কোন বিশ্বকাপারের উপর থাকবে নজর, দেখে নিন ফটো গ্যালারিতে

দু’সপ্তাহের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আয়োজক দেশ রাশিয়া। এই বিশ্বকাপে রাশিয়ার কোচের হটসিটে রয়েছেন স্তানিসলাভ চেরকেসভ।

Google Oneindia Bengali News

দু'সপ্তাহের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপকে ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে গোটা বিশ্বে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের আগে কেমন তৈরি আয়োজক দেশ রাশিয়া।

বিশ্বকাপের জন্য যখন বিড করেছিল রাশিয়া তখন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌছে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল তারা। কিন্তু দশ বছরে সময় অনেকটাই পরিবর্তন হয়েছে। বিশ্বকাপের জন্য ৩২টি তলের যে ড্র হয়েছে তার মধ্যে, ফিফা ক্রমতালিকায় সবার নীচে ছিল রাশিয়া। ২০০৮-এর পর থেকে গ্রুপ পর্যায় থেকে কোনও টুর্নামেন্টেরই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি তারা। এছাড়া দলের কোচ এবং ফুটবলারদের মধ্যেও বোঝাপড়া বিশেষ ভাল নয়।

রাশিয়ার তারকা:

ইগোর আকিনফিভ

ইগোর আকিনফিভ

এই বিশ্বকাপে রাশিয়ার ভরসা হয়ে উঠতে পারেন অধিনায়ক। ২০০৪ সাল থেকে জাতীয় দলের তিন কাঠির তলায় তিনিই ভরসা। কিন্তু আকিনফিভের অন্যতম সমস্যা হল বড় ম্যাচে স্নায়ুর চাপ নিতে পারেন না।

ফিওডোর স্মোলোভ:

ফিওডোর স্মোলোভ:

রাশিয়ার বিশ্বকাপে ভাল ফল করাটা অনেকটাই নির্ভর করছে এই তারকা স্ট্রাইকারের উপর। গোলের জন্য তাঁর পায়ের দিকেই থাকিয়ে থাকবেন রুশ ভক্তরা। চলতি মরসুমেও বেশ ভাল ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে। রাশিয়ার ডেভিড বেকহ্যাম বলে পরিচিত তিনি।

অ্যালান জাগোয়েভ:

অ্যালান জাগোয়েভ:

রাশিয়ার মাঝমাঠের নিয়ন্ত্রণ মূলত থাকবে অ্যালানের পায়ে। অ্যালানের নেতৃত্বেই বিশ্বকাপ কথা বলবে রাশিয়ার মাঝমাঠ, এমনই আশা রুশ সমর্থকদের। আর এই আশা যদি বাস্তব হয়, তাহলে রাশিয়াকে নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে পারেন কোচ স্তানিসলাভ চেরকেসভ।

কোচ:

কোচ:

ফাবিও কাপেলো এবং গাস হিডিঙ্কের মতো হাইপ্রোফাইল কোচকে প্রচুর টাকা খরচ করে এনেও কোনও লাভই বয়নি রাশিয়া ফুটবলের। তাই এবার কোচ হিসেবে রাশিয়ার প্রাক্তন গোলরক্ষক স্তানিসলাভ চেরকেসভের উপর ভরসা রেখেছে রাশিয়া ফুটবল ফেডারেশন। রাশিয়ার হয়ে একটা সময় দাপুটে ফুটবলের নিদর্শন রাখেন স্তানিসলাভ।

রাশিয়া বিশ্বকাপে গ্রপ 'এ'-তে রয়েছে রাশিয়া। এই একই গ্রুপে রাশিয়ার সঙ্গে রয়েছে সৌদি আরব, মিশর এবং উরুগুয়ে।

English summary
Football fans are eagerly waiting for 2018 fifa world cup. Russia is the host nation of this world cup. Russian football lover expecting good result from the young team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X