
Euro 2020: তুরস্ককে হারিয়েও শেষ ১৬-তে যেতে অপেক্ষা করতে হবে সুইজারল্যান্ডকে
ইউরো কাপের গ্রুপ এ থেকে দুটি দল শেষ ১৬-তে পৌঁছে গেলেও জিতেও অপেক্ষা করতে হবে সুইজারল্যান্ডকে। আজ বাকুতে সুইসরা তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে। তবু গোলপার্থক্যে তিনে শেষ করে রাউন্ট অব সিক্সটিনে যেতে অন্য গ্রুপের দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সুইজারল্যান্ডকে

ম্যাচের ৬ মিনিটে হারিস সেফেরোভিচের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান জেরদান শাচিরি। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল সুইসদের কাছে। ২৮ মিনিটে শাচিরির শট অনবদ্য দক্ষতায় বাঁচান তুরস্কের গোলকিপার উরকান সাকির। বল দখলের লড়াইয়ে সুইসদের সঙ্গে প্রায় সমানে সমানে লড়াই চালিয়েও গোলমুখ খুলতে পারেনি তুরস্ক। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড।

তবে ৬২ মিনিটে ইরফান কাহভেসি তুরস্কের একমাত্র গোলটি করে সুইসদের শেষ ষোলোয় যাওয়ার টিকিট ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেন। এরপর ৬৮ মিনিটে শাচিরি ম্যাচের দ্বিতীয় গোল করলেও ইতালির কাছে এক গোলে হারায় গোলপার্থক্যের সুবাদে শেষ ১৬-তে চলে গেল দশজনের ওয়েলস। বড় ব্যবধানে জেতার অবশ্য মরিয়া লড়াই-ই চালিয়েছিল সুইজারল্যান্ড। বেশ কয়েকটি দুরন্ত শট বাঁচিয়ে দেন তুরস্কের গোলকিপার সাকির। ৭৭ মিনিটে ফ্রি কিক থেকে নেওয়া গ্রানিট জাকা-র শট পোস্টে লেগে ফিরে এলে তা জালে জড়াতে ব্যর্থ হন বাকি সতীর্থরা।

সুইজারল্যান্ড ৩-১ গোলে ম্যাচ জেতায় এবারের ইউরোয় শেষ হয়ে গেল তুরস্কের অভিযান। গ্রুপের প্রথম দুই দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছে গেল ইতালি ও ওয়েলস। ওয়েলস তিনটি ম্যাচে তিন গোল করেছে, হজম করেছে দুটি। কিন্তু সুইসরা তিন ম্যাচে চারটি গোল করলেও হজম করেছে পাঁচটি গোল। তাই সুইজারল্যান্ড ও ওয়েলসের পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে তৃতীয় স্থানে রইল সুইজারল্যান্ড। অন্য গ্রুপের তিনে থাকা কোনও দলের পয়েন্ট ৪-এর কম হলে বা গোলপার্থক্যে পিছিয়ে থাকলে তবেই শেষ ১৬-এ যেতে পারবে সুইজারল্যান্ড।