For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন বিশ্বকাপে সমর্থকদের উপর একাধিক বিধি-নিষেধ চাপালো কাতার, নিয়ম না মানলে হতে পারে ৭ বছর পর্যন্ত কারদণ্ড

আসন্ন বিশ্বকাপে সমর্থকদের উপর একাধিক বিধি-নিষেধ চাপালো কাতার, নিয়ম না মানলে হতে পারে ৭ বছর পর্যন্ত কারদণ্ড

Google Oneindia Bengali News

স্বামী-স্ত্রী না হলে মিলনে লিপ্ত হওয়া যাবে না, নিষিদ্ধ ওয়ান নাইট স্ট্যান্ড, আসন্ন বিশ্বকাপে সমর্থকদের উপর একাধিক বিধি-নিষেধ চাপালো কাতার প্রশাসন, নিয়ম না মানলে হতে পারে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড।

আসন্ন বিশ্বকাপে সমর্থকদের উপর একাধিক বিধি-নিষেধ চাপালো কাতার, নিয়ম না মানলে হতে পারে ৭ বছর পর্যন্ত কারদণ্ড

বিভিন্ন প্রকার খেলাকে ঘিরে উৎসবের মেজাজে ধরা দেয় ইউরোপ এবং আমেরিকার ক্রীড়ামোদিরা। এই উৎসবের মধ্যে থাকে পার্টি এবং অবাধ যৌনতা। কিন্তু আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারলে দুর্ভোগ রয়েছে ফুটবলপ্রেমীের কপালে।

কাতারে বিশ্বকাপ দেখতে গিয়ে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম, না হলেই চরম মূল্য চোকাতে হবে সমর্থকদের। চাইলেই সব ধরনের ফুর্তি সেখানে করা যাবে না। কাতারে বিশ্বকাপ দেখতে আসা সমর্থদের বেশ কিছু কাজের উপর থাকবে নিষেধাজ্ঞা জারি করেছে কাতার প্রশাসন। প্রকাশিত নিষেধাজ্ঞা অনুযায়ী, বিশ্বকাপ দেখতে এসে হোটেলে উঠে স্বামী-স্ত্রী না হলে যৌন মিলন করা যাবে না। এক রাতের 'অবৈধ' যৌনমিলন বা ওয়ান নাইট স্ট্যান্ড করতে গিয়ে ধরা পড়লে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিশ্বকাপ ফুটবলে সারা রাত পার্টির মেজাজে পাওয়া যায় মূলত আমেরিকা এবং ইউরোপের ফুটবলপ্রেমীদের। কিন্তু রক্ষণশীল কাতারের প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এই বারের বিশ্বকাপে এই ধরনের কোনও আশা যেন সমর্থকেরা না রাখেন। ইউকে-এর পুলিশের তরফে বলা হয়েছে, "স্বামী-স্ত্রী জুটি না হলে বিশ্বকাপ দেখতে এসে যৌনমিলন করা যাবে না। এই প্রতিযোগিতায় 'এক রাতের যৌনমিলন' থাকবে না। কোনও পার্টি করা যাবে না। নিয়ম না মানলে জেল হতে পারে। সমর্থকদের সতর্ক থাকতে হবে।"

কাতারে নিষিদ্ধ এবং বেআইনি সমকামিতা। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপে সমকামিতার সমর্থনে পোস্টার বা পতাকা ওড়ানো নিষিদ্ধ, যদি কেউ এমনটা করেন তাঁকেও ভরা হবে জেলে, নিষেধাজ্ঞা রয়েছে মদ্যপানের ক্ষেত্রেও।

কাতারে হতে চলা ২০২২ বিশ্বকাপে ফিফার মুখ্য নির্বাহী নাসের আল খাতের বলেন, "প্রত্যেক সমর্থকের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সর্বসমক্ষে ব্যক্তিগত ভালবাসা দেখানো আমাদের দেশের সংস্কৃতি নয়। সেটা সকলের জন্যই প্রযোজ্য।" যদিও এত বিধি-নিষেধের মধ্যেও ফিফার তরফ থেকে গোটা বিশ্বকে আমন্ত্রণ জানানো হয়েছে কাতারে এসে বিশ্বকাপের আনন্দ উপভোগ করার জন্য।

ভিডিও: শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থেকেই অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে উদ্যোগী ধর্মসেনাভিডিও: শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থেকেই অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে উদ্যোগী ধর্মসেনা

English summary
Supporters need to be very careful during FIFA World Cup in Qatar, any wrong step can put you in jail. Qatar has a series of restrictions to offer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X