For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান ঝড়ে তছনছ কলকাতা, রক্ষা পেল না ফ্যানেদের প্রিয় ফুটবল মাঠ যুবভারতী

আম্ফান ঝড়ে তছনছ কলকাতা, রক্ষা পেল না ফ্যানেদের প্রিয় ফুটবল মাঠ যুবভারতী

  • |
Google Oneindia Bengali News

আম্ফানে তছনছ কলকাতা। দেশ জুড়ে এক দিকে করোনা থাবা অন্যদিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা দুই রাজ্যে আম্ফান বিপর্যয়! কলকাতা ময়দান থেকে যুবভারতী, আম্ফানে তিলাত্তমার খেলার দুনিয়ায় মাঠ ও ক্লাবগুলিতে বেহাল দশা।

যুবভারতীতে ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী

যুবভারতীতে ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী

আম্ফান ঝড়ে কলকাতার বিভিন্ন এলাকা লণ্ডখণ্ড হওয়ার ছবি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল। এবার ময়দানের মতোই ফুটবল মক্কা কলকাতার যুবভারতীরও বেহাল দশা! শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আম্ফানে ক্ষতিগ্রস্থ যুবভারতী স্টেডিয়াম ঘুরে দেখেন।

যুবভারতীতে উড়ে গিয়েছে ছাউনি

যুবভারতীতে উড়ে গিয়েছে ছাউনি

ঝড়ের দাপটে যুবভারতী ফুটবল স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন অংশের ছাউনি উড়ে দিয়েছে। স্টেডিয়ামের বাইরে অনেক গাছ ভেঙে পড়ে। ঝড়ের তাণ্ডবে স্টেডিয়ামের ভিতর কাঁচও ভেঙেছে, মাঠ এখন ঝড়ে উড়ে আসা আবর্জনায় ভর্তি। যুবভারতীর একটি ফ্লাডলাইট স্তম্ভেরও ক্ষতি হয়েছে। স্টেডিয়ামের ছাদও ক্ষতি হয়েছে। যুবভারতীর প্রস্তুতি মাঠগুলিও ক্ষতিগ্রস্থ।

ভেঙে পড়েছে বাতিস্তম্ভ

ভেঙে পড়েছে বাতিস্তম্ভ

২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে যুবভারতীতে দুটি প্র‍্যাকটিস গ্রাউন্ড তৈরি করা হয়েছে। সেই দুটি মাঠের দুটি বাতিস্তম্ভ ভেঙে পড়ে।

২০২১ সালে মেয়েদের বিশ্বকাপ

২০২১ সালে মেয়েদের বিশ্বকাপ

২০২১ সালে ভারতে মেয়েদের যুব বিশ্বকাপ রয়েছে। তার আগে আম্ফান বিপর্যয়ে যুবভারতীর ক্ষতি দ্রুত মেরামত করা হবে বলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর বসবে।

রাজ্যের বেহাল দশা

রাজ্যের বেহাল দশা

আম্ফান সুপার স্লাইকোনে পশ্চিমবঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি। ঝড়ের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মৃত্যুর সংখ্যা ১৯। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

English summary
Super Cyclone Amphan hit west bengal: Salt Lake Yuba Bharati Krirangan Stadium damaged
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X