For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sunil Chhetri: সুনীল ছেত্রীর মুকুটে নতুন পালক, দুর্দান্ত সম্মানে ভূষিত হলেন ভারত অধিনায়ক

Sunil Chhetri: সুনীল ছেত্রীর মুকুটে নতুন পালক, দুর্দান্ত সম্মানে ভূষিত হলেন ভারত অধিনায়ক

Google Oneindia Bengali News

নতুন পালক সংযুক্ত হল সুনীল ছেত্রীর মুকুটে। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত মরসুম ২০২১-২২-এর সেরা ফুটবলারের সম্মানিত ভূষিত হতে চলেছেন সুনীল ছেত্রী।

এআইএফএফ-এর বিচারে বর্ষসেরা ফুটবলার সুনীল ছেত্রী:

এআইএফএফ-এর বিচারে বর্ষসেরা ফুটবলার সুনীল ছেত্রী:

ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সুনীল ছেত্রী। ২০২১-২২ মরসুমের সেরা পুরু। ফুটবলার নির্বাচিত হওয়া সুনীল শেষ বার এই সম্মান পেয়েছিলেন ২০১৮-১৯ মরসুমে। এই নিয়ে সপ্তমবার ভারতের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সুব্রত ভট্টাচার্যের জামাতা। সুনীলের প্রশংসায় ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক ইগর স্টিম্যাচ বলেছেন, "সুনীল আমাদের সর্বোচ্চ গোলদাতা। পাঁচটি গোল করেছে এবং সাফ কাপের টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে ৩ ম্যাচে ৪ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও। খারাপ এবং ভাল- সব সময়েই তাঁর কঠিন পরিশ্রম, নেতৃত্বদান, নিয়মানুবর্তীতা অনুপ্রেরণা দায়ক।"

মহিলা ফুটবলে বর্ষসেরা ফুটবলার:

মহিলা ফুটবলে বর্ষসেরা ফুটবলার:

মহিলা ফুটবলে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মনিষা কল্যাণ। মনিষার সম্পর্কে ভারতীয় মহিলা দলের প্রধান প্রশিক্ষক থমাস ডেননার্বি বলেছেন, "জাতীয় দলের হয়ে এবং নিজের ক্লাবের হয়ে বেশ কিছু অনবদ্য পারফরম্যান্স করেছে মনিষা। গোল করার পাশাপাশি গোলের পাশও বাড়িয়েছে বহু। ওর গতি রয়েছে এবং ভাল ড্রিবল করতে পারে। ভবিষ্যতে বড় লিগে খেলার গুণ রয়েছে ওর মধ্যে। ও তরুণ এবং নিজেকে তৈরি করছে, ও আমাদের সেরা খেলোয়াড়।" এই মুহূর্তে সাইপ্রাসে ক্লাব ফুটবল খেলেন মনিষা। সাইপ্রিয়ট প্রথম ডিভিশনের ক্লাব অ্যাপেলোন লেডিস এফসি'র হয়ে খেলেন তিনি।

বর্ষসেরা এমার্জিং ফুটবলার:

বর্ষসেরা এমার্জিং ফুটবলার:

পুরুষ দলের বর্ষসেরা এমার্জিং ফুটবলার নির্বাচিত হয়েছেন বিক্রম প্রতাপ সিং। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা বিক্রম প্রতাপের প্রসঙ্গে ইগর স্টিম্যাচ বলেছেন, "গত মরসুমে নিজের ক্লাবের সাফল্যে অবদান ছিল ওর। ২২টি ম্যাচে ৩টি গোল করেছিল। এশিয়ান কাপের জন্য এএফসি অনূর্ধ্ব-২৩ কোয়ালিফায়ারে একটা গোল করেছে ও।" মহিলা ফুটবলে বর্ষসেরা এমার্জিং ফুটবলার নির্বাচিত হয়েছেন মার্টিনা থোকচম। এই প্রতিভা মহিলা ফুটবলারের প্রসঙ্গে থমাস ডেননার্বি বলেছেন, "মার্টিনার বয়স মাত্র ১৭ বছর। যথেষ্ট পরিকল্পনা করে খেলা একজন মিডফিল্ডার ও, খেলার একটা আলাদাই নজর রয়েছে। ইতিমধ্যেই সিনিয়র জাতীয় দলের ক্যাপ অর্জন করে ফেলেছে এবং তার পর থেকে নিয়মিত ভাবে খেলছে। ইন্ডিয়ান ওমেন লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে দারুণ পারফর্ম করেছে ও।"

বর্ষসেরা রেফারি এবং সহকারী রেফারি:

বর্ষসেরা রেফারি এবং সহকারী রেফারি:

এআইএফএফ-এর বিচারে বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়েছেন ক্রিস্টাল জন এবং বর্ষসেরা সহকারী রেফারি নির্বাচিত হয়েছেন উজ্জ্বল হালদার।

ইস্টবেঙ্গলে আসছেন না রহিম আলি, নিশ্চিত হয়ে গেল তাঁর ঠিকানাইস্টবেঙ্গলে আসছেন না রহিম আলি, নিশ্চিত হয়ে গেল তাঁর ঠিকানা

English summary
Sunil Chhetri named AIFF footballer of the year for 2021-22 season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X