For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনীল ছেত্রীর পেনাল্টি মিস! বেঙ্গালুরুকে এই প্রথম আইএসএলে হারাল ওডিশা

  • |
Google Oneindia Bengali News

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বিপর্যয়ের সম্মুখীন। গতবারের সেমিফাইনালিস্ট নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে পরাস্ত করে এবারের আইএসএল অভিযান শুরু করেছিল বেঙ্গালুরু। কিন্তু আজ তিলক ময়দানে হেরে গেল গতবারের লাস্ট বয় ওডিশা এফসির কাছে। ওডিশা জিতল ৩-১ গোলে। গত মরশুমে ওডিশা দুর্বল ডিফেন্সের কারণে ৪৪ গোল হজম করেছিল, জিতেছিল মাত্র দুটি ম্যাচ। কিন্তু এবার কোচ-সহ দলে বেশ কিছু পরিবর্তন এনে জয় ছিনিয়েই আইএসএল অভিযান শুরু করল।

বেঙ্গালুরুকে এই প্রথম আইএসএলে হারাল ওডিশা

ম্যাচের তিন মিনিটেই বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর মারাত্মক ভুলে কার্যত গোল উপহার পায় ওডিশা। আপাতনিরীহ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে থাকা জাভিয়ার হার্নান্ডেজের কাছে তা পাঠিয়ে দেন গুরপ্রীত, তিনি এগিয়ে থাকায় বুদ্ধিদীপ্তভাবে বল তাঁর মাথার উপর দিয়ে জালের দিকে পাঠিয়ে দেন হার্নান্ডেজ। রক্ষণের খেলোয়াড়দের পক্ষে ওডিশার অগ্রগমন ঠেকানো সম্ভব হয়নি। ২১ মিনিটের মাথায় রোশন নাওরেমের অ্যাসিস্টে ওডিশা গোলকিপার কমলজিৎ সিংকে কোনও সুযোগ না দিয়ে সমতা ফেরান অ্যালান কোস্টা। প্রথমার্ধে এই দুটি গোল ছাড়া কোনও দলই বড় সুযোগ তৈরি করতে পারেনি। খেলা আটকে ছিল মাঝমাঠেই। ৫১ মিনিটের মাথায় অনবদ্য ফ্রি কিক থেকে ওডিশাকে ফের এগিয়ে দেয় জাভিয়ার হার্নান্ডেজের দ্বিতীয় গোল।

বেঙ্গালুরুকে এই প্রথম আইএসএলে হারাল ওডিশা

৬১ মিনিটের মাথায় সমতা ফেরানোর সুযোগ পায় বেঙ্গালুরু এফসি। বল দখলের লড়াইয়ে ওডিশাকে বিপন্মুক্ত করতে গিয়ে ক্লেইটন সিলভাকে হেন্ডরি অ্যান্টনে অবৈধভাবে বাধা দেন। পেনাল্টি পায় বেঙ্গালুরু। যদিও অধিনায়ক সুনীল ছেত্রীর শট বাঁচিয়ে দেন ওডিশার গোলরক্ষক কমলজিৎ। এই গোলটি করতে পারলে আইএসএলে কোরোর সর্বাধিক ৪৮টি গোলের রেকর্ড স্পর্শ করতে পারতেন বেঙ্গালুরু অধিনায়ক। এরপরও গোল শোধের মরিয়া লড়াই চালাতে থাকে বেঙ্গালুরু, অনবদ্য দক্ষতায় বারবারই দলকে বিপন্মুক্ত করেন ওডিশার গোলরক্ষক। ম্যাচের শেষ লগ্নেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারছিল না বেঙ্গালুরু। ৯০ মিনিটে ক্লেইটন সিলভা সহজতম সুযোগটি তৈরি করে ফেলেছিলেন, কিন্তু ফের সেই কমলজিতের অনবদ্য দক্ষতায় সমতা ফেরাতে পারেনি সুনীল ছেত্রীর দল।

বেঙ্গালুরুকে এই প্রথম আইএসএলে হারাল ওডিশা

৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। ইনজুরি টাইমের শুরুতেই ওডিশার জয়ের ব্যবধান বাড়ান আরিদাই সুয়ারেজ। ইসাক চাকচুয়াকের থেকে বল পেয়ে রক্ষণ ও গোলকিপারকে পরাস্ত করে ইতিহাস গড়েন তিনি। জয় দিয়েই অভিযান শুরু করল কিকো রামিরেজের দল। সর্বোপরি হারাল বেঙ্গালুরু এফসির মতো দলকে। ৯০ মিনিটের খেলায় যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে ওডিশা। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে ভালো খেললেও কমলজিতের দৃঢ়তাই দুই দলের ফারাক গড়ে দিল।

English summary
Odisha FC Have Beaten Bengaluru FC For The Very First Time In ISL. Sunil Chhetri Misses Penalty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X