For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার স্টেডিয়াম ৭২ ঘণ্টাতেই ২০০ শয্যার হাসপাতাল, করোনা মোকাবিলায় সামিল সুনীলও

Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই রোজই দেশে বেড়ে চলেছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুমিছিল। বিভিন্ন মেট্রো শহরগুলি-সহ দেশের নানা প্রান্তে হাসপাতালে বেড ও অক্সিজেনের হাহাকারের ছবিও নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

করোনা মোকাবিলায় সামিল সুনীল

অক্সিজেন ও বেডের তথ্য পেতে অনেকেই এখন চোখ রাখছেন ফেসবুক, টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সুনীল ছেত্রী তাঁর টুইটার অ্যাকাউন্টটি আপাতত তুলে দিয়েছেন বাস্তব জীবনের অধিনায়কদের হাতে। সংবাদমাধ্যম-সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ, যাঁরা নিয়মিত হাসপাতালে বেড ও অক্সিজেনের সন্ধান দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, সেইসব তথ্যের ব্যাপ্তি বাড়াতে নিজের টুইটার অ্যাকাউন্টটি তাঁদের হাতেই তুলে দিয়েছেন সুনীল।

সুনীল নিজেও একজন করোনা-জয়ী। তিনি ভিডিও বার্তায় বলেছেন, রিয়্যাল লাইফে কোভিড-১৯ পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ ভূমিকা পালন করে দারুণ কাজ করছেন। তাঁদের দেখেই আশান্বিত হচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। আমিও তাঁদের সঙ্গে যুক্ত হতে চাই। সে কারণেই টুইটার অ্যাকাউন্টের অ্যাক্সেস এইসব অধিনায়কের হাতে তুলে দিচ্ছি, যাতে এর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে যেতে পারে। আমিও এভাবে এই টিমের একজন হতে চাই।

সুনীলের টুইটারে ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষের বেশি। গতকাল থেকেই তাঁর টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বেঙ্গালুরু-সহ বিভিন্ন জায়গার করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেওয়া হচ্ছে। সুনীলের কথায়, আমাদের দেশ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রোগভোগের যন্ত্রণা হতাশা বাড়াচ্ছে, স্বজন হারানোর যন্ত্রণা দুঃখজনক ও বেদনাদায়কও বটে। এই পরিস্থিতির মধ্যেও বহু মানুষ একে অপরকে, এমনকী অপরিচিতদেরও নানাভাবে সাহায্য করছেন। আমরা কে কী তা না ভেবে সকলের উচিত এভাবে মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করা।

এদিকে, এরই মধ্যে চমকপ্রদ ঘটনা ঘটেছে কলকাতায়। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ২০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। রাজ্য সরকারের থেকে এই স্টেডিয়ামটি পাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় সেখানে করোনা রোগীদের চিকিৎসার জন্য এই ব্যবস্থার কাজে এগিয়ে এসেছে আইটিসি কর্তৃপক্ষ। মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানেই এখানে করোনা চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।

English summary
Sunil Chhetri kicked off an initiative to help the nation in the fight against COVID-19 pandemic. He Gave access of his Twitter account to 'real-life captains' in order to share critical information for COVID-19 patients.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X