হায়দরাবাদে গেলেন শঙ্কর, এসসি ইস্টবেঙ্গলে এলেন সুব্রত পাল
এসসি ইস্টবেঙ্গল থেকে হায়দরাবাদে গেলেন বঙ্গ গোলকিপার শঙ্কর রায়। সোয়াপ ডিলে অদলবদল হল। যেখানে হায়দরাবাদ এফসিতে গেলেন শঙ্কর, অন্যদিকে হায়দরাবাদ থেকে এসসি ইস্টবেঙ্গলে আসছেন বর্ষীয়ান ভারতীয় গোলকিপার সুব্রত পাল।

লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন সুব্রত
জল্পনা আগে থেকে ছিলই, হায়দ্রাবাদ এফসি ছেড়ে এসসি ইস্টবেঙ্গলে আসতে চান বর্ষীয়ান ভারতীয় গোলকিপার সুব্রত পাল। এই ট্রান্সফার নিয়ে লাল-হলুদ ম্যানেজমেন্ট এগিয়ে যায়। এদিকে হায়দ্রাবাদ এফসি নিজেদের গোলকিপিং সমস্যা মেটাতে অপশনের খোঁজে ছিল। শেষ পর্যন্ত লোনে এসসি ইস্টবেঙ্গল থেকে হায়দ্রাবাদ এফসিতে গেলেন তরুণ গোলকিপার শঙ্কর রায়। তার সঙ্গেই সোয়াপ ডিলে লাল-হলুদে আসছেন সুব্রত। সই পর্ব অবশ্য এখনও বাকি রয়েছে।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না শঙ্কর
চলতি আইএসএলে জামসেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল জার্সিতে একটি ম্যাচে নামলেও চোট পেয়ে বেরিয়ে যান শঙ্কর। আর তারপর দেবজিৎ মজুমদারের তেকাঠিতে প্রতিদিনই ত্রাতা হয়ে উঠেছেন। প্রতি ম্যাচেই দেবজিৎ নিজেকে উজাড় করে দিয়েছেন। ফ্যানেদের মুখে মুখে ফের 'দেবজিৎ সেভজিৎ' সেই পুরনো স্লোগান শোনা যাচ্ছে।

হায়দরাবাদে প্রথম একাদশে শুরু থেকে থাকতে পারেন শঙ্কর
এসসি ইস্টবেঙ্গলের তেকাঠিতে দেবজিৎ প্রহরী হয়ে ওঠায়, লাল-হলুদ জার্সিতে আর সুযোগ পাননি শঙ্কর। ফলে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হায়দ্রাবাদ এফসিতে তাকে পাঠানো হচ্ছে। হায়দরাবাদে লক্ষ্মীকান্ত কাট্টিমনির ফর্ম অত্যন্ত খারাপ, ফলে বলার অপেক্ষা রাখে না, বঙ্গতনয় শঙ্কর শুরু থেকেই হায়দরাবাদে প্রথম একাদশে খেলার সুযোগ পাবে।

মরসুমের মাঝে কাদের দলে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল
মরসুমের মাঝে ব্রাইট এনোবাখারে, সুব্রত পাল,অজয় ছেত্রী,অনিকেত মুখার্জী ও রাজু গাইকোয়াড়কে দলে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল।
কলকাতার যুবভারতী থেকে কল্যাণী, আই লিগে আজ কোথায় কোন ম্যাচ