অগাষ্টে কি রাজ্যে ফুটবল প্রস্তুতি শুরু, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে কী পথ বেরল
করোনায় থমকে খেলার জগৎ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়েছে। ফলে ভারতে খেলাধুলোর দুনিয়া এখন সম্পূর্ণ বন্ধ। পাশাপাশি রাজ্যগুলিতেও একই ছবি। খেলাধুলো কবে থেকে শুরু করা যায়, সেই নিয়ে এবার মঙ্গলবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠকে করেন।

খেলার চেয়ে জীবন এখন অনেক মূল্যবান
বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, 'মহামারীর মাঝে খেলার চেয়ে জীবন বাঁচানো এখন অনেক বেশি মূল্যবান। তাড়াহুড়ো করে খেলা শুরু করে দেওয়া বোকামো।'

কেন্দ্রের নির্দেশের অপেক্ষা
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আরও জানিয়েছেন, 'কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক খেলা শুরুর বিষয়ে নতুন নির্দেশিকা জানায়নি। সেই নির্দেশিকার অপেক্ষায় রয়েছি। অগাস্টে ফের বৈঠক করে খেলা শুরু নিয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।'

কলকাতায় হোক দ্বিতীয় ডিভিশন আই লিগ
অন্যদিকে করোনা সংকটের মাঝে সেপ্টেম্বরে আই লিগ দ্বিতীয় ডিভিশন শুরু করার পক্ষপাতী এআইএফএফ। দ্বিতীয় ডিভিশন আই লিগের রাজ্য থেকে দুই অংশগ্রহণকারী ক্লাব মহমেডান স্পোর্টিং ও ভবানীপুর, কলকাতায় লিগ খেলতে চেয়ে আইএফএ ও ক্রীড়াদপ্তরকে চিঠি দিয়েছে।

অগাস্টের প্রথম সপ্তাহে মাঠে নামতে চাইছে মহামেডান
সেপ্টেম্বরে টুর্নামেন্ট খেলতে হলে মহমেডান ক্লাব কর্তারা অগাষ্টে অনুশীলন শুরু করার পক্ষপাতী। অগাস্টের প্রথম সপ্তাহ থেকে অনুশীলনে নামার জন্য ক্রীড়াদপ্তরের কাছে মহামেডান অনুমতি চেয়েছিল। কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী তা নাকোচ করে দিয়েছেন।

মহামেডান সচিবের প্রতিক্রিয়া
এই নিয়ে বিরক্তির সুরে এরপর মহমেডান সচিব ওয়াসিম আক্রম জানিয়েছেন, 'সরকার অনুমতি না দিলে সাংবাদিক বৈঠক করে সদস্য সমর্থকদের সবটা জানিয়ে দিয়ে দল তুলে নিতে হবে। প্রস্তুতি ছাড়া কীভাবে খেলব! দ্বিতীয় ডিভিশন থেকে দল তুলে নেওয়ার চেয়ে আর কোনও পথ খোলা থাকবে না।'
লকডাউনে চার মাস কলকাতায় আটকে, অবশেষে বাড়ির পথে মোহনবাগানের আই লিগ জয়ী বিদেশি