For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Spanish Super Cup: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপে জয়ের ধ্বজা ওড়াল লা কাসা ব্ল্যাঙ্কা

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপে জয়ের ধ্বজা ওড়াল লা কাসা ব্ল্যাঙ্কা

Google Oneindia Bengali News

প্রত্যাশা মতোই স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাও'কে ২-০ গোলে হারিয়ে সমর্থকদের নিউ ইয়ার গিফট দিল কার্লো আনসেলোত্তির ছেলেরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। অপর দিকে, অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে রিয়ালের বিরুদ্ধে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল অ্যাথলেটিক ক্লাব।

Spanish Super Cup: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপে জয়ের ধ্বজা ওড়াল লা কাসা ব্ল্যাঙ্কা

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ফেভারিট রিয়ালের আক্রমণের ঝড় ছিল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছিলেন আনসেলোত্তি। মাঝমাঠে লুকা মদ্রিচ এবং টনি ক্রুস জুটির বাড়ানো মুহুর্মুহ ঠিকানা লেখা পাসে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল জুনিয়র, রড্রিগো এবং করিম বেঞ্জিমার ত্রিমুখী আক্রমণ। ডিফেন্সিভ শিল্ডে দলকে মুড়ে ফেললেও দীর্ঘক্ষণ রিয়ালের আক্রমণকে ঠেকিয়ে রাখতে পারেনি মার্সেলিনহোর ছেলেরা।

ম্যাচের ৩৮ মিনিটে রড্রিগোর পাস থেকে রিয়াল'কে এগিয়ে দেন লুকা মদ্রিচ। রিয়ালের ডানদিক থেকে শুরু হয় এই আক্রমণ। কাট করে বক্সে ঢুকে মদ্রিচের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন রড্রিগো। চলন্ত বলে গোল করতে ভুল করেননি ক্রোয়েশিয়ার এই ফুটবলার। ৪৫ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর মতো সুযোগ পেয়েও তা নষ্ট করে ওইহান স্যানকেট।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ একই রকম রেখেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধ শুরুর দশ মিনিটের মধ্যে এরই ফল পায় লস ব্ল্যাঙ্কস। ৫০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। ইরে আলভারেজ ৫০ মিনিটে নিজেদের বক্সে ফাউল করেন টনি ক্রুসকে। ৫২ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের লিড ডবল করতে ভুল করেননি করিম বেঞ্জিমা। ম্যাচের একেবারের অন্তিমলগ্নে কিছু হলেও আশার সঞ্চার হয়েছিল বিলবাও শিবিরে। ৮৭ মিনিটে রিয়াল ডিফেন্ডার এদের মিলিটো প্রফেসনাল হ্যান্ডবল করলে পেনাল্টি পায় বিলবাও। কিন্তু তা তেকাঠিতে রাখতে পারেননি রাউল গার্সিয়া। অভিজ্ঞ স্প্যানিশ ফরওয়ার্ড সোজা তা মেরে বসেন কুর্তোয়ার হাতে।

সুপার কাপ জয়ের ফলে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই নিয়ে পঞ্চম ট্রফি জিতলেন আনসেলোত্তি। প্রথম স্পেলে কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপে রিয়ালকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। দ্বিতীয় বার রিয়ালের কোচ হিসেবে জিতলেন স্প্যানিশ সুপার কাপ। এই স্পেলে এটাই তাঁর প্রথম খেতাব। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে লিওনেল মেসির প্যারিস সাঁ জাঁ-এর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ কোচ এই সাফল্যের পর বলেছেন, "এই সাফল্য অনুপ্রেরণা দেবে আগামীতেও সাফল্যের ধারাব বজয়া রাখতে। তবে আমাদের খুব বেশি সময় নেই (এই সাফল্য নিয়ে) চিন্তা ভাবনা করার। কারণ আরও একটি প্রতিযোগীতা আসছে।"

English summary
Real Madrid beat defending champion Athletic Bilbao in the final of Spanish super cup in Saudi Arabia. The result of the match is 2-0 in favor of Real Madrid. Luka Modric and Karim Benzema scored for Real. Raul Garcia missed a golden opportunity to score from the spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X