For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020: শাচিরির গোলে স্পেন-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে

Google Oneindia Bengali News

ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন ও সুইজারল্যান্ডের মধ্যে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। প্রথমার্ধে জাকারিয়ার আত্মঘাতী গোলে স্পেন এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরান শাচিরি।

ফেভারিট স্পেন

ফেভারিট স্পেন

সেন্ট পিটার্সবার্গে আজকের এই ম্যাচের আগে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ২২ বার। ২০১০ সালের বিশ্বকাপ ছা়ড়া সুইসদের কাছে হারেনি স্পেন। জিতেছে ১৬টিতে, ড়্র হয়েছে ৫টি ম্যাচ। স্পেনের প্রথম একাদশে এদিন দুটি পরিবর্তন করেন স্পেন কোচ লুইস এনরিকে। এরিক গার্সিয়া ও হোসে গায়ার জায়গায় প্রথম থেকে খেলান পাউ তোরেস ও জর্দি আলবাকে। গ্রানিট শাকা কার্ড সমস্যায় না থাকায় ফ্রান্স ম্যাচের প্রথম একাদশে একটিই পরিবর্তন আনেন সুইস কোচ ভ্লাদিমির পেতকোভিচ। নামান ডেনিস জাকারিয়াকে।

প্রথমার্ধে এগিয়ে স্প্যানিশ আর্মাডা

প্রথমার্ধে এগিয়ে স্প্যানিশ আর্মাডা

ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় স্পেন। কোকের কর্নার থেকে বল পেয়ে জোরালো শট মারেন আলবা, যা জাকারিয়ার পায়ে লেগে সুইসদের জালে জড়িয়ে যায়। কিছুই করার ছিল ইয়ান সমারের। যিনি ফ্রান্সের বিরুদ্ধে অসাধারণ গোলকিপিং করার পাশাপাশি টাইব্রেকারে এমবাপের শট রুখে সুইজারল্যান্ডকে পৌঁছে দিয়েছিলেন শেষ আটে। পিছিয়ে থেকেও ৩-৩ করেছিল সুইজারল্যান্ড, ম্যাচের ফয়সালা হয় টাইব্রেকারে। স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচও ৩-৩ গোলে দাঁড়িয়ে ছিল নির্ধারিত সময়ে। শেষে ৫-৩ গোলে শেষ আটে ওঠে স্পেন, পরপর দুই ম্যাচে পাঁচ গোল করে।

শাচিরির গোলে সমতা

শাচিরির গোলে সমতা

প্রথমার্ধে পজেশনাল ফুটবল খেলে বল নিজেদের দখলে রাখলেও স্পেনকে খুব বেশি আক্রমণে যেতে দেয়নি সুইসরা। কাউন্টার অ্যাটাকেও সুইজারল্যান্ডকে বিপজ্জনক লাগছিল। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠে একের পর পর আক্রমণ শানাতে থাকেন সুইজারল্যান্ডের রডরিগেজ, শাচিরি, জুবাররা। স্পেন গোলকিপার উনাই সিমোন বেশ কয়েকটি ভালো সেভ করে দলের বিপদ দূর করলেও পরাস্ত হন ৬৮ মিনিটের মাথায়। রেমো ফ্রেউলারের অ্যাসিস্টে টানা তিন ম্যাচে নিজের তৃতীয় গোলটি করে সমতা ফেরান শাচিরি। ৭৭ মিনিটে মোরেনোকে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেউলার। ১০ জনের সুইজারল্যান্ডকে পেয়েও অবশ্য ৯০ মিনিট বা ইনজুরি টাইম অবধি আর কোনও গোল করতে পারেনি স্পেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

English summary
Spain vs Switzerland Quarter Final Match of Euro 2020 Enters Into Extra Time. Shaqiri Equalises After Spain Was Leading In The First Half By Zakaria's Own Goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X