For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়, ইউরোর শেষ আটে স্পেন

Google Oneindia Bengali News

আট গোলের ম্যাচ। ফয়সালা অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে পাঁচ-তিন গোলে হারিয়ে ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল স্পেন। নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুটি গোল করে লুইস এনরিকের দল। ম্যাচের ১০০ ও ১০৩ মিনিটের মাথায় গোল করেন যথাক্রমে আলভারো মোরাতা ও মিকেল ওয়ারজাবাল। শনিবার ২ জুলাই ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে সেন্ট পিটার্সবার্গে স্পেন মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যে ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে।

প্রথমার্ধে স্পেনের কামব্যাক

প্রথমার্ধে স্পেনের কামব্যাক

প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে স্পেন। ১৬ মিনিটে পেদ্রির থেকে বল পেয়ে কোকের নেওয়া শট রুখে দেন ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। ২০ মিনিটে মারাত্মক ভুল করে বসেন স্পেনের গোলকিপার উনাই সিমোন। পেদ্রির নিরীহ লম্বা ব্যাক পাস ধরতে গিয়েছিলেন পোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে থাকা স্প্যানিশ গোলকিপার। বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় তা চলে যায় গোলে। তারপরও ক্রোট রক্ষণে চাপ বাড়িয়ে ৩৮ মিনিটে সমতা ফেরায় স্পেন। লুকা মড্রিচের হ্যান্ডবলে পেনাল্টির আবেদন জানিয়েছিলেন স্পেনের ফুটবলাররা। রেফারি খেলা চালিয়ে যেতে নিজেদের মধ্যে পাস খেলে ক্রোট রক্ষণকে কার্যত কিংকর্তব্যবিমূঢ় করে দেয় স্পেন। গায়ার শট লিভাকোভিচ রুখে দিলেও ফিরতি বলে শট নিয়ে গোল করে সমতা ফেরান পাবলো সারাবিয়া। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১।

অনবদ্য কামব্যাক ক্রোটদের

অনবদ্য কামব্যাক ক্রোটদের

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ঝড় তুলে ক্রোয়েশিয়া ম্যাচ নির্ধারিত সময়ে ড্র রাখতে সক্ষম হলেও বল দখলের লড়াই থেকে আক্রমণে এসে সুযোগ তৈরি সব দিক দিয়েই এগিয়ে ছিল স্পেন। ৫৭ মিনিটে বাঁ দিক থেকে ভেসে আসা ফেরান তোরেসের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান সিজার আজপিলিকুয়েতা। দেশের হয়ে এটি তাঁর প্রথম আন্তর্জাতিক গোল। পিছিয়ে পড়ার পর মরিয়া লড়াই চালাতে থাকে ক্রোটরা। তবে বেশ কয়েকটি ভালো সেভ করে বিপদ কাটান সিমোন। ৬৭ মিনিটে ভার্ডিয়োলের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান তিনি। ৭৬ মিনিটে স্পেনের তৃতীয় গোলটি করেন ফেরান তোরেস। দুই গোলে পিছিয়ে পড়ার পর কোপেনহেগেনের গ্যালারিতে প্রাণ এনে দেন ক্রোয়েশিয়ার দুই পরিবর্ত ফুটবলার। ৮৫ মিনিটে মিসলাভ ওরসিচের গোলে ক্রোয়েশিয়া ব্যবধান কমায়। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইম তথা ম্যাচের ৯২ মিনিটে গোল করে ম্যাচ ৩-৩ করেন মারিও পাসালিক।

অতিরিক্ত সময়ে স্পেনের দাপট

অতিরিক্ত সময়ে স্পেনের দাপট

অতিরিক্ত সময়ের গোড়াতে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়া। ৯৬ মিনিটে ক্রামারিচের শট রুখে দেন স্পেনের গোলকিপার সিমোন। অতিরিক্ত সময়ের ১০ মিনিট তথা ম্যাচের ১০০ মিনিটের মাথায় ওলমোর ক্রস ধরে অনবদ্য ফিনিশের মাধ্যমে লিভাকোভিচের নাগাল এড়িয়ে বল জালে জড়ান মোরাতা। ৪-৩ গোলে এগিয়ে যায় স্পেন। ৩ মিনিট পর সেই ওলমোর মাপা ক্রস থেকেই গোল করে ব্যবধান বাড়ান ওয়ারজাবাল। পরপর দুই ম্যাচে পাঁচ গোল করল স্পেন। গ্রুপ পর্যায়ে স্লোভাকিয়ার বিরুদ্ধে ৫-০ গোলের পর এই ৫-৩।

শেষ আটে স্পেন

শেষ আটে স্পেন

দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া যেমন লড়াইয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠে তেমনই গোলের খিদে দেখা যাচ্ছিল স্পেনের ফুটবলারদের মধ্যে। ১০৬ মিনিটের মাথায় বুদিমিরের শট দারুণভাবে বাঁচান সিমোন। তবে জয়ের ব্যবধান বাড়তেও পারতো স্পেনের। ১১৬ মিনিটে মোরাতার শট রুখে দেন লিভাকোভিচ। ১২০ মিনিটে ওলমোর শট পোস্টে লেগে ফিরে আসে। তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স বা সুউজারল্যান্ড।

English summary
Spain Beat Croatia By 5-3 Goals To Reach Last Eight Of Euro 2020. Spain Scored Two Goals In Extra Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X