তোমার জন্যেই ফুটবল দেখতাম, শেষ শ্রদ্ধায় মারাদোনার বিরুদ্ধে প্রীতি ম্যাচের মুহূর্ত শেয়ার সৌরভের
চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। ৬০ বছর বয়সে প্রয়াত আর্জেন্তাইন কিংবদন্তি। মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। কিংবদন্তির চিরঘুমে চলে যাওয়ায় শোকপ্রকাশ করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

মাথায় অস্ত্রোপচার
নভেম্বরের শুরুতে অসুস্থ হয়ে মারাদোনা হাসপাতালে ভর্তি হন। মাথায় রক্তজমাট বাঁধার জন্যে আর্জেন্তিনায় মারাদোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে হাসপাতাল থেকে দুসপ্তাহ আগে ছাড়া পেয়েছিলেন। এরপর নিজের বাড়িতেই রিহ্যাবে ছিলেন তিনি। সেখানেই আজ বিশ্বফুটবলের কিংবদন্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত হলে ঘোষণা করেন।

শোকস্তব্ধ সৌরভ
ব্রাজিলের পেলে কিংবদন্তি, কিন্তু প্রিয় ফুটবলার অবশ্যই মারাদোনা! তাঁর পছন্দের ফুটবলার হিসেবে দিয়েগো মারাদোনাকে সর্বদাই এগিয়ে রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিয় ফুটবলারের প্রয়াণে আজ শোকস্তব্ধ মহারাজ।

শোকপ্রকাশে কী লিখলেন মহারাজ
শোকপ্রকাশে সোশ্যাল মিডিয়ায় সৌরভ লিখেছেন, 'আমার হিরো আর নেই। চিরঘুমে মারাদোনা। মাঠে বল পায়ে তোমার পাগলামির জন্যেই ফুটবল দেখতাম। শান্তিতে ঘুমিও।'

মারাদোনার বিরুদ্ধে প্রীতি ম্যাচে সৌরভ
প্রসঙ্গত শেষবার ২০১৭ সালে মারাদোনার কলকাতা সফরে বারাসতে এক অনুষ্ঠানে মারাদোনার দলের বিরুদ্ধে সৌরভ প্রীতি ম্যাচ খেলেছিলেন। সেটাই কিংবদন্তি ফুটবলারের শেষ ভারত তথা কলকাতা সফর। সেদিন মারাদোনার দলে হেমন্ত ডেরা, শিশির ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস ম্যাচ খেলেন, অন্যদিকে সৌরভের দলে ছিলেন শ্যাম থাপা,অ্যালভিটো, শিবশংকর পাল, অভিজিৎ মন্ডল৷ ম্যাচে মারাদোনকে শ্রদ্ধা জানিয়ে সবাই ১০ নম্বর জার্সি পরে ম্যাচ খেলছিলেন। শেষ পর্যন্ত অবশ্য সেই ম্যাচে মারাদোনা মাঠে নামেননি, কিক অফ করেই চলে যান৷ পিঠে ব্যথা থাকায় ম্যাচে নামেননি দিয়েগো৷ কিংবদন্তির প্রয়াণে আজ সেই স্মৃতিতেই ডুব দিলেন সৌরভ।
