For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তির বিষয়ে মুখ খুুললেন সৌরভ

ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তির বিষয়ে মুখম খুুললেন সৌরভ

Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির বিষয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়ান ইন্ডিয়া'র প্রশ্নের জবাবে সৌরভ পরিষ্কার করে দিলেন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে দুই ঐতিহ্যবাহী ক্লাবের মেলবন্ধনের চিত্রটা। তবে, সৌরভ যা বললেন তাতে আশ্বস্ত হতেই পারেন লাল-হলুদ সমর্থকেরা।

ইস্টবেঙ্গল প্রসঙ্গে ওয়ানইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে সৌরভ বলেন...

ইস্টবেঙ্গলের সমস্ত সমস্যা হয়তো অদূর ভবিষ্যতে মিটে যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। কোনও ইনভেস্টার বা বিনিয়োগকারী হিসেবে নয়, ইস্টবেঙ্গল ক্লাবের মালিকানা যেতে পারে রেড ডেভিলসের হাতে। ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্নের জবাবে সৌরভ জানিয়েছেন, এখনই তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করার মতো পরিস্থিতিতে নেই। ভাল মতোই এগোচ্ছে আলোচনা, দুই পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

বসুন্ধরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথা বহু দূর এগোলেও তা ফলপ্রসূ হয়নি। ইস্টবেঙ্গল বাংলাদেশে গিয়ে কথা এগলেও তা কাজে আসেনি। সৌরভ বলেছেন, "আমারা ওদের সঙ্গে এবং অন্যদের সঙ্গেও কথা বলেছি। আরও ১০-১২ দিন লাগবে এটা জানতে যে কোন সংস্থার সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি হবে।" পাশাপাশি ওরা কী ইনভেস্টার হিসেবে আসছে, এই প্রসঙ্গে সৌরভের সংযোজন, "না না, ওরা মালিক হিসেবে দায়িত্ব নেবে। কিছু সময় প্রয়োজন। এমন একটা জায়গায় পৌঁছতে দেওয়া হোক, যেখানে দাঁড়িয়ে আমি মন্তব্য করার মত অবস্থায় থাকব। বিষয়টি আরও অগ্রগতির স্তরে পৌঁছলে আমি জানাবো।"

Recommended Video

ইস্টবেঙ্গলে ম্যানচেস্টার ইউনাইটেড? আইপিএলের মধ্যেই কী বলছেন সৌরভ? |Oneindia Bengali

ইনভেস্টার নিয়ে দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। প্রথমে কোয়েস এবং পরে শ্রী সিমেন্টস এলেও বিশেষ কিছু কারণে দুই সংস্থাই নাজেহাল হয়ে দায়িত্ব ছেড়ে বাঁচে। ক্লাবকে কেন্দ্র করে যে ক্ষমতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা এক পক্ষ লাগাতার নিয়ে এসেছে তাতে বাধা পড়লে স্বার্থে আঘাত তো লাগবেই। ফলে ছলে-বলে-কৌশলে ইনভেস্টার খারাপ এবং ক্লাবের ঐতিহ্য নিয়ে তারা ছিনিমিনি খেলছে, এই রকম একটা হাওয়া ভাসিয়ে দেওয়ার প্রবণতা আজকের নয়। এখন দেখার কত দূর এগোয় ম্যানচেস্টারের সঙ্গে এই কথপোকথন।

English summary
Sourav Ganguly opens up on the possibility of East Bengals' deal with Manchester United.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X