For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রায় অর্ধেক রাস্তা পেরোনো আইএসএলে গোলের নায়ক কে? কার হাতে সবচেয়ে বেশি সেভ? কী বলছে পরিসংখ্যান

প্রায় অর্ধেক রাস্তা পেরোনো আইএসএলে গোলের নায়ক কে? কার হাতে সবচেয়ে বেশি সেভ? কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

শেষ হতে চলল ২০২০। প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলল আইএসএল ২০২০-২১। ইতিমধ্যে লিগ তালিকায় অনেক ওঠানামা পরিলক্ষিত হয়েছে। পিছিয়ে থাকা দলও আচমকা ছন্দে ফিরে তরতরিয়ে ওপরে উঠে বাকিদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হয়েছে, তা এক কথায় মেনে নিতেই হবে। তারই প্রেক্ষিতে বছর শেষে দেখে নেওয়া যাক আইএসএলের কিছু পরিসংখ্যান।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলা চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল দিয়েছেন এফসি গোয়ার স্ট্রাইকার ইগর আনগুলো। আটটি ম্যাচ খেলে তিনি আটটি গোল দিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসি-র নেরিজাস ভালসকিস ৬টি গোল দিয়েছেন। দলগতভাবে সবচেয়ে বেশি ১১টি গোল দিয়েছে মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি।

সবচেয়ে বেশি সেভ

সবচেয়ে বেশি সেভ

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি ম্যাচে ক্লিনশিট আদায় করেছে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। টুর্নামেন্টে তিনি ২৪টি বল বারের বাইরে পাঠিয়েছেন। তবে চলতি আইএসএলে সবচেয়ে বেশি সেভ এসেছে জামশেদপুর এফসি-র টিপি রেহনেশের দস্তানা থেকে।

সবচেয়ে বেশি পাস

সবচেয়ে বেশি পাস

চলতি আইএসএলে সবচেয়ে বেশি ৬০২টি পাস খেলেছেন এফসি গোয়ার অধিনায়ক এডু বেদিয়া। দলগত ভাবেও সবচেয়ে বেশি ৪১৫৯টি পাস খেলেছে গোয়া। ৩৪৬০টু পাস খেলে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।

সোনার গ্লাভস ও বুট

সোনার গ্লাভস ও বুট

চলতি বছরের আইএসএলে এখনও পর্যন্ত সোনালী গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য। টুর্নামেন্টে ২৪০ মিনিট অন্তর গোল খেয়েছেন তিনি। আট গোল করা ইগর আনগুলো সোনালী বুট জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন।

জয় না এলে ড্র-ই অস্ত্র এটিকে মোহনবাগান কোচের, কোন ছকে এগোনোর ভাবনা হাবাসেরজয় না এলে ড্র-ই অস্ত্র এটিকে মোহনবাগান কোচের, কোন ছকে এগোনোর ভাবনা হাবাসের

English summary
Some records and stats of ISL 2020-21, who scores most goal, who have most cleanshit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X