For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারতেও দেব না, হারাতেও দেব না! আম্ফান দুর্গতদের জন্য ভিডিওতে আর কী বললেন শিল্টন পাল

হারতেও দেব না, হারাতেও দেব না! আম্ফান দুর্গতদের জন্য ভিডিওতে আর কী বললেন শিল্টন পাল

  • |
Google Oneindia Bengali News

২০ মে আম্ফান বিপর্যয় হওয়ার পর প্রথম দিন থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চলেছেন মোহনবাগানের হয়ে ১৪ মরসুম তেকাঠি সামলানো শিল্টন পাল। সুন্দরবন পরিদর্শন করে ক্ষতির পরিমাণ বুঝে নেওয়া থেকে বাড়িতে বন্ধুদের সঙ্গে খাবার প্যাকিং। নৌকা করে নদী পেরিয়ে গ্রামে গ্রামে পৌঁছে বন্ধুদের নিয়ে ত্রাণশিবির আয়োজন করা থেকে ভাঙা বাড়ি মেরামতির খরচ বহন! সস্ত্রীক শিল্টন নিজে হাতে দুর্গতদের খাদ্যসামগ্রী দিয়ে এভাবে দিনের পর দিন সাহায্য কর চলেছেন। এবার আম্ফান দুর্গতদের 'হারতেও দেব না, হারাতেও দেব না' বার্তা দিলেন বঙ্গ গোলকিপার।

ভিডিও পোস্ট শিল্টনের

ভিডিও পোস্ট শিল্টনের

সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাওয়া থেকে শুরু করে আম্ফান দুর্যোগে গৃহহীন মানুষদের হাতে সাহায্য তুলে দিয়ে পাশে থাকার ভিডিও শেয়ার করলেন শিল্টন। আম্ফান ও করোনা দুই দুর্যোগকে সঙ্গে নিয়ে সুন্দরবনের সর্বহারা পরিবারদের এখন কী বিপদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন শিল্টল।

শিল্টন যা লিখলেন

শিল্টন যা লিখলেন

সেই সঙ্গে তারকা গোলকিপার লিখেছেন, 'কঠিন পরিস্থিতিতে কাউকে হারতেও দেব না, হারাতেও দেব না৷ বেঁধে বেঁধে থাকব। '

সাধ্যমতো আরও সাহায্য চালিয়ে যাওয়ার বার্তা শিল্টনের

সাধ্যমতো আরও সাহায্য চালিয়ে যাওয়ার বার্তা শিল্টনের

একবার নয়, সাধ্য মতো যতদিন পারবেন সুন্দরবনের মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে শিল্টন তাঁর পোস্টে আরও লেখেন, 'যতটুকু পারব, যতদিন পারব সবার জন্য বাঁচব, সবার পাশে থেকে বাঁচব।'

ফ্যানেদের থেকে সাহায্য চাইলেন শিল্টন

পাশাপাশি আম্ফান দুর্গতদের জন্য এই লড়াইয়ে ফ্যানেদের সাহায্য চেয়ে শিল্টন লেখেন 'এবার গন্তব্য গোসাবা। আবারও সবাইকে পাশে চাই। আপনারা থাকছেন তো।'

ছবি সৌ:ফেসবুক

অধিনায়ক বিরাট কোহলিকে কেন 'অসফল' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার?অধিনায়ক বিরাট কোহলিকে কেন 'অসফল' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার?

English summary
shilton paul helps aphan hit west bengal, post message for support from fans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X