For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL 2021-2022 : এবার এসসি ইস্টবেঙ্গলে সিরি এ খেলা ডিফেন্ডার, তৃতীয় বিদেশির সঙ্গে গাঁটছড়া

আইএসএলের জন্য প্রাক্তন লাজিও ডিফেন্ডার ফ্রাঞ্জো প্রাচেকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

দল গঠনের অন্তিম লগ্নে তৃতীয় বিদেশিকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। ইতালির সিরি এ লিগে কাঁপিয়ে খেলা ডিফেন্ডার ফ্রাঞ্জো প্রাচেকে সই করাল লাল-হলুদ। আমির ডেরভিসেভিচ, টমিস্লাভ মর্সেলারের পর লাজিও-র প্রাক্তন সদস্য ক্রোয়েশিয়ার প্রাচের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে কলকাতার ক্লাবের। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে এসসি ইস্টবেঙ্গলের তরফে এই খবর জানানো হয়েছে।

ISL 2021-2022 : এবার এসসি ইস্টবেঙ্গলে সিরি এ খেলা ডিফেন্ডার, তৃতীয় বিদেশির সঙ্গে গাঁটছড়া

লাজিও-র জুনিয়র ও সিনিয়র দলে খেলা ২৫ বছরের ফ্রাঞ্জো প্রাচে ইউরোপের আরও বেশকিছু বড় ক্লাবে খেলেছেন। ইতালির দ্বিতীয় ডিভিশন দিয়ে তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি লাজিও-র হয়ে সিরি এ লিগে খেলার সুযোগ পান। ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের প্রথম ডিভিশনের ক্লাবে খেলা প্রসের অভিজ্ঞতা এসসি ইস্টবেঙ্গলের রক্ষণকে অভেদ্য করবে বলে আশা ফ্যানদের।

ক্লাব ফুটবলে ১০৭টি ম্যাচ খেলেছেন ফ্রাঞ্জো প্রাচে। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব স্লাভেন বেলুপোতে খেলাকালীনই এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে কথা শুরু হয়। কলকাতার ক্লাবের দেওয়া প্রস্তাব প্রসের মনঃপুত হতেই তিনি ভারতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। উল্লেখ্য গত আইএসএলে রক্ষণের দোষে বারবার বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। তবে এবার মাঠে অন্যরকম কাহিনি দেখা যাবে বলে আশা করছেন লাল-হলুদ ফ্যানরা।

এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বেঁধে খুশি হয়েছেন ফ্রাঞ্জো প্রাচে। লিখেছেন যে অনেক ছোট বয়স থেকে তিনি পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত। তাঁর শুরু দিনগুলি ইতালিতে কেটেছে এবং সে অভিজ্ঞতা অনবদ্য বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। একই ভাবে কলকাতাও তাঁকে টানছে বলে জানিয়েছেন প্রাচে। এসসি ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আপ্লুত বলে জানিয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক। ফ্রাঞ্জোর সঙ্গে জুড়ে রয়েছে লাজিও সহ বড় বড় নাম। সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা তিনি আইএসএলে প্রয়োগ করতে চান বলে জানিয়েছেন লাল-হলুদের তৃতীয় বিদেশি। ফ্যানদের আবগের কথা ভেবে নতুন দলকে সফলতার মুখ দেখানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন প্রাচে ।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২১-২০২২ মরসুমের আইএসএল। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলের অভিযান শুরু হচ্ছে ২১ নভেম্বর। গোয়ার তিলক ময়দানে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে লাল-হলুদ। ২৭ নভেম্বর আইএসএল ডার্বি প্রত্যক্ষ করবেন ফুটবল প্রেমীরা। সেদিন তিলক ময়দানে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল।

English summary
SC East Bengal signs former Serie A defender Franjo Prce for ISL 2021-2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X