For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু’ম্যাচের জন্য নেপাল থেকে ডিফেন্ডার নিয়ে এল এসসি ইস্টবেঙ্গল

দু’ম্যাচের জন্য নেপাল থেকে ডিফেন্ডার নিয়ে এল এসসি ইস্টবেঙ্গল

Google Oneindia Bengali News

সার্কাসে রূপান্তরিত হয়েছে এসসি ইস্টবেঙ্গল। সারা মরসুমে ব্যর্থতার শৃঙ্খল ভেঙে একবারও বের হতে পারল না দল। লিগের শেষ লগ্নে দাঁড়িয়ে লাল-হলুদের জয় মাত্র একটি ম্যাচে। ১০ ম্যাচে হেরেছে এসসি ইস্টবেঙ্গল।

 দু’ম্যাচের জন্য নেপাল থেকে ডিফেন্ডার নিয়ে এল এসসি ইস্টবেঙ্গল

তাই মাঝে কোচ বদল হয়েছে, নানান বিতর্ক ঘিরে ধরেছে এসসি ম্যানেজমেন্টকে। দোষারোপ, পাল্টা দোষারোপের পালা লেগেই রয়েছে, এরই সঙ্গে ফুটবলার চয়ন এবং ফুটবলার সইয়ের যে হিড়িক দেখা যাচ্ছে এসসি ইস্টবেঙ্গলে তাতে শুধু নিন্দুকেরাই ট্রোল করছে না শতাব্দী প্রাচীন ক্লাবটিকে, মশালধারী ক্লাবের সদস্য- সমর্থকেরাও বিরুক্ত অপরিকল্পিত দল পরিচালনায়।

আইএসএল-এ আর বাকি দু'টি ম্যাচ. তার আগে নতুন ফুটবলার সই করাল এসসি ইস্টবেঙ্গল। নেপালের তরুণ ডিফেন্ডার অনন্ত তামাংকে সই করাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের মিডিয়া টিমের তরফ থেকে এই ফুটবলারকে সই করানোর কথা জানানো হয়।

বুধবার এসসি ইস্টবেঙ্গলের মিডিয়ায় টিমকে দেওয়া সাক্ষাৎকারে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলানো এই ফুটবলার বলেন, "এসসি ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি। সব রকম ভাবে ক্লাবকে সাহায্য করার চেষ্টা করব আমি। এটা আমার জন্য গর্বের মুহূর্ত।"

নেপালের থ্রি-স্টার ক্লাব থেকে এসসি ইস্টবেঙ্গলে সই করেন তামাং। ২০২০ সালে ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার এ ডিভিশনের সেরা ফুটবলার নির্বাচিত হন। শুধু অনূর্ধ্ব-১৯ দলেই নয়, নেপালের সিনিয়র দলের হয়েও খেলেছেন তিনি। ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে নেপালের জার্সিতে অভিষেক হয় অনন্ত তামাং-এর।

চলতি আইএসএল-এ আর মাত্র দু'টি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। এই দুইটি ম্যাচ লাল-হলুদ ব্রিগেড খেলবে নর্থইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে।

এখনও পর্যন্ত ১৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তলানিতে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। তারা জিতেছে একটি ম্যাচে, ড্র করেছে সাতটি ম্যাচ, বাকি দশটি ম্যাচে হেরেছে শতাব্দী প্রাচীন ক্লাব। ইস্টবেঙ্গলের পক্ষে গোল হয়েছে ১৭টি এবং তাঁরা গোল হজম করেছে ৩৪টি।

English summary
SC East Bengal signs Defender from Nepal Anant Tamang for the reminding of the season. East Bengal will now only play reminding two matches of ISL 2021-22 and after that there season will over. They are currently at the bottom of league table.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X