For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের গোলর খরা শেষ, পেনাল্টি বাঁচিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে লাল-হলুদ

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের গোলর খরা শেষ, হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে লাল-হলুদ

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে অবশেষে গোল খরা দূর হল এসসি ইস্টবেঙ্গলের। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে টুর্নামন্টের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধেই গোল দিল লাল-হলুদ। জ্যাকুয়াস মাঘোমার বুট থেকে এল সফলতা। অন্যদিকে পেনাল্টি সেভ করে কামাল করলেন লাল-হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদার। ফলে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করল রবি ফাওলারের দল। যদিও এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দুর্বলতাগুলি এই ম্যাচেও স্পষ্ট হয়েছে।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের গোলর খরা শেষ, পেনাল্টি বাঁচিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে লাল-হলুদ

নিজেদের প্রথম আইএসএলে থেলতে নেমে ৩৮৫ মিনিট গোলহীন ছিল এসসি ইস্টবেঙ্গল। ৩৮৬তম মিনিটে কাঙ্খিত গোল দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল রবি ফাওলারের দল। ম্যাচের ২৬ মিনিটে অধিনায়ক আন্টোনি পিলকিংটনের দুর্দান্ত পাস জালে জড়াতে ভুল করেননি মাঘোমা। যদিও খেলার গতি শুরু থেকেই ছিল হায়দরাবাদ এফসির দখলে। এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ ও মাঝমাঠের বোঝাপড়ার অভাবের সুযোগ নিয়ে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে আরিদানে সান্তানা শিবির।

ম্যাচের প্রথমার্ধে ৫৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে হায়দরাবাদ এফসি। ৪৫ শতাংশ বলের দখল থাকে এসসি ইস্টবেঙ্গলের কাছে। আটটি শট নেয় আরিদানে সান্টানা শিবির। মাত্র তিনটি শট আসে লাল-হলুদ ফুটবলারদের বুট থেকে। লাগাতার আক্রমণে উঠে আসা হায়দরাবাদ এফসি প্রথমার্ধে ৬টি কর্ণার অর্জন করতে সক্ষম হয়। সে নিরিখে এসসি ইস্টবেঙ্গলের ভান্ডার শূন্য। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে সেহনাজ সিংয়ের ভুলে পেনাল্টি পেয়ে যায় হায়দরাবাদ। আরিদানে সান্টানার স্পট কিক বাঁচিয়ে কামাল করে দেন লাল-হলুদের গোলরক্ষক দেবজিৎ মজুমদার।

English summary
SC East Bengal scores its first goal in ISL 2020-21, finishes first half one up against Hyderabad FC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X