ভারতীয় ফুটবলারদের কাঠগড়ায় তুলে সমালোচনায় বিদ্ধ লাল-হলুদের ব্রিটিশ কোচ
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ডার্বি হারর যন্ত্রণা ভুলতে না ভুলতেই টুর্নামন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড়সড় ধাক্কা খেয়েছে এসসি ইস্টবঙ্গল। এবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে হারের জ্বালায় জ্বলছেন লাল-হলুদের কোচ রবি ফাওলার। শেষে এমন এক মন্তব্য করে বসলেন যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হতে হল ব্রিটিশ প্রশিক্ষককে।

কী বলেছেন ফাওলার
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলের হার মেনে নিতে পারছেন না রবি ফাওলার। এই শোচনীয় পরাজয়ের দায় দলের ভারতীয় ফুটবলারদের ওপরই চাপিয়ছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ। বলেছেন, দলের কয়েকজন ভারতীয় ফুটবলারদের দেখে মনে হয়েছে যে তাঁরা কোনও প্রশিক্ষণই পাননি। টু্র্নামেন্টে এসসি ইস্টবঙ্গলকে টিকে থাকতে হলে ভারতীয় ফুটবলারদের আরও বেশি দায়িত্ব নিতে হবে বলেও জানিয়েছন ফাওলার।

সমালোচনায় বিদ্ধ ব্রিটিশ কোচ
আইএসএলে পরপর দুই ম্যাচে শোচনীয় পরাজয়ের পর কোচের মুখে দলের ভারতীয় ফুটবলারদের সমালোচনা মনে নিতে পারছেন না এসসি ইস্টবেঙ্গলের সমর্থকরা। দলের বিদেশি ফুটবলাররাও যে সেভাবে দাগ কাটতে পারছেন না, তাও মনে করিয়ে দিয়েছেন লাল-হলুদ সমর্থকরা। ফাওলারের হাত ধরে আইএসএল খেলতে ভারতে আসা বিদেশি ফুটবলারদের বেশি করে আক্রমণ করেছেন এসসি ইস্টবেঙ্গলের অগণিত ভক্ত।

মুম্বইয়ের বিরুদ্ধে শোচনীয় হার
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ডার্বি হারর যন্ত্রণা ভুলতে না ভুলতেই টুর্নামন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড়সড় ধাক্কা খেয়েছে এসসি ইস্টবঙ্গল। এবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলের হার হজম করতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। লিগ তালিকার সর্বশেষ স্থানে রয়েছে লাল-হলুদ।

এখনও সম্ভব
প্রথম দুই ম্যাচে শোচনীয় হারের মুখ দেখা এসসি ইস্টবেঙ্গল এখনও টুর্নামন্টে ফিরে আসত পারে বলে মনে করে কোচ রবি ফাওলার। পরের ম্যাচে দলে বেশকিছু পরিবর্তনের আভাস দিয়েছেন ব্রিটিশ প্রশিক্ষক। এসসি ইস্টবঙ্গলের রক্ষণভাগের খোলনোলচে পাল্টে ফেলা হতে পারে।
