For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে প্রথম ডার্বি ঘিরে বড় ঘোষণা ইস্টবেঙ্গলের

আইএসএলে প্রথম ডার্বি ঘিরে বড় ঘোষণা ইস্টবেঙ্গলের

  • |
Google Oneindia Bengali News

আইএসএলের প্রথম ডার্বি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। এবছর সপ্তম মরসুমে আইএসএল। সাতে পা দেওয়া টুর্নামেন্টের এবছরের অন্যতম আকর্ষণ ডার্বি ম্যাচ। এই প্রথমবার বাংলার মোহনবাগান ইস্টবেঙ্গলের, বাঙাল ঘটির লড়াই আইএসএল মঞ্চে দেখা যেতে চলেছে। ফলে ফুটবলারদের মধ্যে এখন ডার্বির উত্তাপ ছড়িয়ে পড়েছে। ২৭ নভেম্বর মাঠে বল গড়ানোর আগে এবার ডার্বি ঘিরে বড় ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।

আইএসএলে প্রথম ডার্বি ঘিরে বড় ঘোষণা ইস্টবেঙ্গলের

২৭ নভেম্বর ডার্বির দিন লেসলি ক্লডিয়াস সরণীতে এবার আবেগের বিস্ফোরণ ঘটতে চলেছে। ডার্বি উপলক্ষ্যে ক্লাবে বড় স্ক্রিন লাগানের উদ্যোগ নিচ্ছেন কর্তারা। সদস্য সমর্থকরা গ্যালারির সামনে জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখতে পারবেন। তবে অবশ্যই করোনা অতিমারি রুখতে রাজ্য সরকারের বেঁধে দেওয়া সব রকমের কোভিড প্রোটোকল মেনেই ফ্যানেরা ম্যাচ দেখার আনন্দ নিতে পারবেন। শনিবার ক্লাবের কার্যকরী কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।

এবছর কোভিড পরিস্থিতিতে ডার্বির মতো উত্তেজক ম্যাচ মাঠে বসে দেখার কোনও সুযোগ নেই। সেখানেই ইস্টবেঙ্গল গ্যালারি থেকে জায়েন্ট স্ক্রিনে খেলা উপভোগ করে মাঠের উত্তেজনা অভাব কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন ফ্যানেরা। এসসি ইস্টবেঙ্গলের বৈঠকে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানোর পরিকল্পনা হলেও সরকারি অনুমোদন মিললে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে।

করোনাকালে ফুটবলারদের ৩ লক্ষ টাকার বিমা, বিস্তারিত জেনে নিনকরোনাকালে ফুটবলারদের ৩ লক্ষ টাকার বিমা, বিস্তারিত জেনে নিন

English summary
SC East Bengal club will arrange screen, supporters can witness derby match in club tent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X