For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SC East Bengal: নয়া বিদেশি সই করাল এসসি ইস্টবেঙ্গল

নয়া বিদেশি সই করাল এসসি ইস্টবেঙ্গল

Google Oneindia Bengali News

চিমা'র পরিবর্তন খুঁজে নিল এসসি ইস্টবেঙ্গল। নাইজেরিয় ফরওয়ার্ডের পরিবর্তে আইএসএল-এর বাকি ম্যাচগুলির জন্য আক্রমণভাগকে শক্তিশালী করতে ইস্টবেঙ্গল সই করাল মার্সেলো রিবেইরো ডস স্যান্টোস'কে। পর্তুগালের শীর্ষ লিগের ক্লাব গিল ভিসিন্তে থেকে সই করানো হল ২৪ বছর বয়সী এই ফরওয়ার্ড'কে।

SC East Bengal: নয়া বিদেশি সই করাল এসসি ইস্টবেঙ্গল

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় এটিই এসসি ইস্টবেঙ্গলের প্রথম সই। পর্তুগালের শীর্ষ লিগের ক্লাবটির হয়ে গত বছর অগস্টে অভিষেক হয় মার্সেলো'র। মাঝ মরসুম হয়ে গেলেও তিনটির বেশি ম্যাচে তিনি পর্তুগলে খেলার সুযোগ পাননি। এই মরসুমের শেষ পর্যন্ত লোনে মার্সেলো'কে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

লাল-হলুদের চুক্তিপত্রে সই করে তরুণ স্ট্রাইকার বলেছেন, "আমি খুশি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে। ভারতের অন্যতম বড় ক্লাব এটা। আমি দলের সঙ্গে যোগ দিয়ে নিজের অবদান রাখার জন্য মুখিয়ে রয়েছি।"

মরসুমের শুরুতে নাইজেরীয় স্ট্রাইকার চিমা চুকু'কে অনেক আশা নিয়ে সই করিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তাঁকে সই করানো হয়েছিল তা একে বারেই পূরণ করতে পারেননি চিমা। বরং দলের বোঝা হয়েছিলেন শেষের দিকে।

এখনও পর্যন্ত লিগে একটি ম্যাচে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। প্রথম দশটি ম্যাচের মধ্যে তারা ড্র করেছি ছ'টি ম্যাচ এবং চারটি ম্যাচ পরাজিত হয়েছে। লিগের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার আগেই বিদায় নিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ মানলো ডিয়াজ। রবি ফাওলারের পরিবর্তে রিয়াল মাদ্রিদ 'বি' দলের প্রাক্তন প্রশিক্ষককে সই করিয়েছিল মশালধারীরা। কিন্তু তাঁর আগমনেও লেসলি ক্লডিয়াস সরণি'র ক্লাবটির খেলায় কোনও পরিবর্তন আসেনি। মাঝ মরসুমে মানলোর পরিবর্তে এসসি ইস্টবেঙ্গল কোচ করে নিয়ে এসেছে আগে ইস্টবেঙ্গলে কোচিং করানো মারিও রিভেরা'কে। তিনি এই মুহূর্তে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন।

ফিরতি ম্যাচে মঙ্গলবার বাম্বোলিমের অ্যাথেলেটিক স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুর এফসি'র। এই জামশেদপুরের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে এগিয়ে গিয়েও রক্ষণের ব্যর্থতায় জিততে পারেনি ইস্টবেঙ্গল। তবে, স্প্যানিশ কোচ মানলো ডিয়াজ বিদায় নেওয়ার পর অন্তবর্তী কোচ রেনেডি সিং-এর কোচিং-এ বেশ ভাল মতো ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। রেনেডির নেতৃত্বে শেষ দু'টি ম্যাচে অপরাজেয় এসসি ইস্টবেঙ্গল। গত ম্যাচে লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি'কে রুখে দিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব। এই মুহূর্তে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তলানিতে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। অপর দিকে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ জামশেদপুর এফসি ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকর চতুর্থ স্থানে রয়েছে।

English summary
ISL side SC East Bengal announced the signing of young Brazilian striker Marcelo Santos on loan from Gil Vicente FC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X