For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবিশ্বাস্য জয় আর্জেন্টিনার বিরুদ্ধে, বাঁধভাঙা উচ্ছাস সৌদি আরবে, ঘোষণা জাতীয় ছুটির

অবিশ্বাস্য জয় আর্জেন্টিনার বিরুদ্ধে, বাঁধভাঙা উচ্ছাস সৌদি আরবে, ঘোষণা জাতীয় ছুটির

Google Oneindia Bengali News

কে ভেবেছিল যে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। সম্ভবত শেষ কোনও এশিয়ার দল এমন বড় মাপের শক্তিধর ফুটবল দেশকে হারিয়েছিল ২০০২ সালে। সেবার দক্ষিণ কোরিয়ার কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছিল স্পেন। ওই বিশ্বকাপেই সৌদি আরব জার্মানির কাছে খেয়েছিল ৮ গোল। পাচঁটি গোল একাই করেছিলেন মিরোস্লাভ ক্লোজে।

এবার সেই দল দুই দশক বাদে হারিয়ে দেবে আর্জেন্টিনাকে তা অঘটন ছাড়া কিছু নয়। আগামী ম্যাচে সৌদি আরব কি করবে তা বলা মুশকিল কিন্তু তারা এখন মেসির দলকে হারিয়ে দিয়েছে। এটা নীল সাদা জার্সিধারীদের জন্য যেমন চমকে দেওয়া ঘটনা, ততটাই চমকে গিয়েছে সৌদি আরবও। আচমকা জয়ে তাঁদের সরকার ঘোষণা করেছেন জাতীয় ছুটি।

ছুটি ঘোষনা

ছুটি ঘোষনা

জানা গিয়েছে সমস্ত পাবলিক ও বেসরকারি কর্মীরা ছুটি পেয়েছেন আগামীকাল। সৌদির রাজা কিং সলোমন বলেছেন যে স্কুলও বন্ধ থাকবে। এখন স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। অনেক স্কুলে ঘোষিত ছুটির দিনে রয়েছে পরীক্ষাও। বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষ যেন ওইদিনের পরীক্ষা অন্য কোনও দিন নিয়ে নেন।

তুর্কি আল শেখ , রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল শেখ টুইটারে লিখে ঘোষণা করেছেন যে থিম পার্ক এবং বিনোদন কেন্দ্রতে প্রবেশের মূল্য নিতে নিষেধ করে দেওয়া হয়েছে।

এগিয়ে ছিল আর্জেন্টিনা

এগিয়ে ছিল আর্জেন্টিনা

ওই ম্যাচে স্বাভাবিক ভাবে এগিয়ে ছিল আর্জেন্টিনা। গোল করে দেশকে এগিয়েও দিয়েছিলেন মেসি। এরপর শুরু হয় আর্জেন্টিনার গোল মিসের বন্যা। দুবার অফসাইড করে গোল মিস। একবার গোলের সামনে থেকে গোল মিস। এরপরে আচমকা দুটো গোল দিয়ে দেয় আরব।

থমকে যায় আর্জেন্টিনা

থমকে যায় আর্জেন্টিনা

আর মেসিকে আটকে দেয়। আর্জেন্টিনা পুরো থমকে যায়। তারা অবিশ্বাস্য ভাবে ম্যাচ হারে ২-১ গোলে। গোল দুটি করেন সালেহ আল শেহরি এবং আল দাসরি। দোহার লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনার এই ম্যাচের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান যিনি। বক্সের কোন থেকে দুরন্ত গতির শট এবং দ্বিতীয় গোল এবং অবিশ্বাস্য ম্যাচ জয়।

 বাঁধভাঙা উচ্ছাস

বাঁধভাঙা উচ্ছাস

এই জয়ের পরে বাঁধভাঙা উচ্ছাস দেখা যায় রাজধানী রিয়াধে। শেষ বাঁশি বাজতেই সবাই নাচতে নেমে পড়েন রাস্তায়। গোল করে ঘুরে ঘুরে রাস্তায় নাচতে শুরু করেন। আকাশের দিকে তলোয়ার ঘুরিয়ে এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় সবাই নামেন। গাড়ি চড়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়েন জয় উজ্জাপন করতে।

পোল্যান্ডের সঙ্গে মেক্সিকোর ড্র কি সুবিধা দেবে মেসিদের, নক-আউট পর্যায়ে কোন অঙ্কে আর্জেন্টিনাপোল্যান্ডের সঙ্গে মেক্সিকোর ড্র কি সুবিধা দেবে মেসিদের, নক-আউট পর্যায়ে কোন অঙ্কে আর্জেন্টিনা

English summary
Saudi national holiday for win against Argentina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X