For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে স্বার্থক-সৌরভকে পেল এসসি ইস্টবেঙ্গল

আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে স্বার্থক-সৌরভকে পেল এসসি ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। তার আগে লাল-হলুদ শিবিরে অন্তর্ভূক্ত হলেন ডিফেন্ডার স্বার্থক গোলুই এবং মিডফিল্ডার সৌরভ দাস। চলতি টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থাকা মুম্বই সিটি এফসি থেকে আসা এই দুই ফুটবলার দলের সম্পদ হতে চলেছেন বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার।

ইস্টবেঙ্গলে স্বার্থক

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি। এই সাফল্যের অন্যতম কান্ডারী ডিফেন্ডার স্বার্থক গোলুই সোমবার ওই দল ছেড়ে এসসি ইস্টবেঙ্গলে সই করেছেন। কলকাতার ক্লাবে সই করতে পেরে আপ্লুত হয়েছেন বাঙালি ফুটবলার। কোচ রবি ফওলারের প্রশিক্ষণে তিনি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন স্বার্থক। যিনি মুম্বই সিটি এফসি-র হয়ে আইএসএলে ১১৩টি ক্লিয়ারেন্স ও ৪৬টি ট্যাকেল করেছেন।

ইস্টবেঙ্গলে সৌরভ

২০১৮-১৯ মরসুমে মোহনবাগানের কলকাতা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মিডফিল্ডার সৌরভ দাস। একই ক্লাবের হয়ে আই লিগে ১১টি ম্যাচ খেলেছেন ২৪ বছরের ফুটবলার। ২০১৯-২০ মরসুমে আইএসএলে মুম্বই সিটি এফসি-র হয়ে সাত বার মাঠে নামার সুযোগ পেয়েছেন সৌরভ। এবার এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত বলে জানিয়েছেন তরুণ মিডফিল্ডার।

কী বললেন ফাওলার

কী বললেন ফাওলার

দলে আসা ডিফেন্ডার স্বার্থক গোলুই ও মিডফিল্ডার সৌরভ দাসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। জানিয়েছেন, লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরেই দুই ফুটবলারের ওপর নজর রাখছে। স্বার্থক ও সৌরভ আসায় দল আরও মজবুত হবে বলে মনে করেন ফাওলার।

বেঙ্গালুরুর বিরুদ্ধে মোকাবিলা

বেঙ্গালুরুর বিরুদ্ধে মোকাবিলা

চলতি আইএসএলের প্রথম সাক্ষাতে বেঙ্গালুরু এফসি-কে ১-০ গোলে হারিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। বদলা নিতে মরিয়া সুনীল ছেত্রীরা আজকের ম্যাচে সর্বস্ব উজাড় করে দেবে। ছেড়ে কথা বলবে না লাল-হলুদও। ফলে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই ধরে নেওয়া যায়।

English summary
Sarthak Golui and Sourav Das joined SC East Bengal from Mumbai City FC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X