For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Santosh Trophy: চারে চার সন্তোষে জিতেই চলেছে বাংলা

Santosh Trophy: চারে চার সন্তোষে জিতেই চলেছে বাংলা

Google Oneindia Bengali News

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব্যহত রাখল বাংলা। নরহরি শ্রেষ্ঠার জোড়া গোলে ছত্রিশগড়কে ২-০ ব্যবধানে পরাজিত করল বাংলা দল। ম্যাচের দুইটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। এই জয়ের ফলে সন্তোষ ট্রফির মূল পর্বের যোগ্যতা অর্জনকারী পর্বের চারটি ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেল বাংলা এবং একই সঙ্গে ধরে রাখল ক্লিনশিট।

Santosh Trophy: চারে চার সন্তোষে জিতেই চলেছে বাংলা

শুক্রবার কোলাপুরে ছত্রপতি সাহু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রতিবেশি দুই রাজ্যের ফুটবল দল। নরহরি শ্রেষ্ঠার হাঁটুতে সামান্য চোট থাকায় প্রথম একাদশে তাঁকে রেখে ঝুঁকি নিতে চাননি বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। রিকভার করার জন্য বিশ্রাম দিতে চেয়েছিলেন দলের অধিনায়ককে। মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৫ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলা। সেই ম্যাচে প্রথম থেকেই তরতাজা নরহরিকে প্রথম একাদশে রাখার ভাবনা ছিল বিশ্বজিতের। কিন্তু প্রথমার্ধের পরেও দল গোলের দেখা না পাওয়ায় সেরা অস্ত্রকে নামেতই হয় এ দিন।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নিজের কার্যকারীতার প্রমাণ দেন নরহরি। ম্যাচের ৫৭ মিনিটে তারক হেমব্রমের পাস থেকে নরহরি গোল করে এগিয়ে দেন বাংলাকে। এই গোলের দশ মিনিট পরই আরও একটি গোল করেন তিনি। ৬৮ মিনিটে তাঁর করা গোল থেকে বাংলা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। দীপক রজকের পাস থেকে বাংলার হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন নরহরি শ্রেষ্ঠা। এই ম্যাচে আটকে গেলে চাপ বাড়ত বাংলার উপর।

যোগ্যতা অর্জনকারী পর্বের চার ম্যাচে চারটিতে জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে বাংলা। এখনও পর্যন্ত চার ম্যাচে বাংলা করেছে নোট ১৫টি গোল এবং একটি গোলও হজম করতে হয়নি তাদের। মহারাষ্ট্রের পয়েন্টও ৪ ম্যাচে ১২ ম্যাচে কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ১৫ জানুয়ারি (রবিবার) বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচ ঠিক করে দেবে কোন দল গ্রুপের শীর্ষে থেকে শেষ করবে।

English summary
Santosh Trophy: Bengal beat Chhattisgarh by 2-0 goals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X