For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান সাহায্যে এবার এগিয়ে এলেন মোহনবাগানের দুই প্রাক্তন কোচ

আম্ফান সাহায্যে এবার এগিয়ে এলেন মোহনবাগানের দুই প্রাক্তন কোচ

  • |
Google Oneindia Bengali News

আম্ফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। জেলায় জেলায় বিস্তর ক্ষয়ক্ষতি। রাজ্যের প্রতিটি জেলাই আম্ফান ঝড়ে বিপর্যস্ত। দুই পরগণা ও সুন্দরবন অঞ্চলে একাধিক গ্রাম এখন জলের তলায় ডুবে রয়েছে। খাদ্য, যোগাযোগ সংকটের পাশাপাশি মাথা গোঁজার আস্থানা হারিয়ে গৃহহীন মানুষরা জীবনসংগ্রাম চালাচ্ছেন।

সুন্দরবনকে সাহায্য শিল্টনের

সুন্দরবনকে সাহায্য শিল্টনের

ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সুন্দরবন অঞ্চলে সাহায্যের জন্য ইতিমধ্যে শিল্টন পাল এগিয়ে এসেছেন। এবার আম্ফান দুর্গতদের পাশে কোচেদের সংগঠন।

বাঙালি কোচেরা এগিয়ে এলেন

বাঙালি কোচেরা এগিয়ে এলেন

বিধ্বংসী আম্ফানে সর্বস্ব হারানো বহু মানুষের পাশে দাঁড়ালেন বাঙালি কোচেরা। ঘূ্র্ণিঝড়ের কারণে ক্ষতির মুখে পড়া পশ্চিমবঙ্গকে সাহায্য করতে কোচেদের সংগঠন 'কোচেস হু কেরায়' এগিয়ে এসেছে।

আর্থিক সাহায্য

আর্থিক সাহায্য

কোচের এই সংগঠনের মোহনবাগানের প্রাক্তন দুই কোচ সঞ্জয় সেন ও শংকরলাল চক্রবর্তী রয়েছে। রয়েছেন জহর দাস। ইতিমধ্যে আম্ফান বিপর্যস্তদের জন্য আর্থিক সাহায্য সংগ্রহ শুরু হয়েছে। সেই সাহায্য দুর্গতদের হাতে তুলে দেওয়া হবে।

সপ্তাহ শেষে সুন্দরবনে কোচদের সংগঠন

সপ্তাহ শেষে সুন্দরবনে কোচদের সংগঠন

সপ্তাহ শেষে শিল্টন তাঁর বন্ধুদের নিয়ে সুন্দরবন অঞ্চলে সাহায্য ত্রাণের সামগ্রী বন্টন করতে চলেছেন। সপ্তাহ শেষে শনিবার কোচেদের সংগঠনও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে আর্থিক সাহায্য তুলে দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

ফুটবলারদের সাহায্য

ফুটবলারদের সাহায্য

আম্ফান বিপর্যয়ে গ্রামের যুব ফুটবলার, খুদে ফুটবলারদের পরিবারদেরও সাহায্য করা হবে। ৩৮ ফুটবলারদের নিয়ে তৈরি সংগঠন প্লেয়ার ফর হিউম্যানিটিও আম্ফান দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। সর্বপরি আম্ফান বিপর্যয়ে ময়দান থেকে ফুটবল-কোচেরা তাঁদের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিচ্ছেন।

এমএস ধোনির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি স্মরণ করলেন বাংলার ফাস্ট বোলারএমএস ধোনির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি স্মরণ করলেন বাংলার ফাস্ট বোলার

English summary
Sanjoy Sen,shankarlal chakraborty helps amphan survivors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X